পূর্ব বর্ধমান জেলার ৬ পুরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানের নাম ঘোষণা
admin
বর্ধমান (পূর্ব বর্ধমান) :-পূর্ব বর্ধমান জেলার গুসকরা বাদে বাকি ৫টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ৫ টি পুরসভার নব-নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে বর্ধমানের সংস্কৃতি মেট্রোতে বৈঠক করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বৈঠকে ৫ টি পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন তিনি। সভা শেষে সাংবাদিক বৈঠক করে চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানদের নামের তালিকা প্রকাশ করেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। জেলা সভাপতি জানিয়েছেন, বর্ধমান পুরসভার চেয়ারম্যান করা হয়েছে পরেশচন্দ্র সরকারকে। ভাইস চেয়ারম্যান করা হয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের স্ত্রী মৌসুমী দাসকে। কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা, ভাইস চেয়ারম্যান লখীন্দর মণ্ডল; মেমারী পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত; কালনা পুরসভার চেয়ারম্যান করা হয়েছে আনন্দ দত্ত, ভাইস চেয়ারম্যান করা হয়েছে তপন পোড়েলকে; দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশিরকুমার মন্ডল, ভাইস চেয়ারম্যান অজিত ব্যানার্জী। এর পাশাপাশি গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জ্জী এবং ভাইস চেয়ারম্যান বেলি বেগমের নাম আগেই ঘোষণা করেছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। এদিকে, সংস্কৃতি মেট্রোতে জেলার ৫টি পুরসভার সমস্ত নির্বাচিত কাউন্সিলারদের ডাকা হলেও বর্ধমান পুরসভার অরূপ দাস, শিখা সেনগুপ্ত, বসিরউদ্দিন আহমেদ-সহ কয়েকজন কাউন্সিলার অনুপস্থিত ছিলেন। একইসঙ্গে কালনা পুরসভারও একাধিক কাউন্সিলার এদিন গড়হাজির ছিলেন। তৃণমূলের একটি সূত্রে জানা গেছে, বর্ধমান ও কালনা পুরসভায় চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান নিয়ে দলীয় স্তরেও তীব্র অসন্তোষ রয়েছে। যদিও তা নিয়ে দলের কেউই মুখ খুলতে রাজী হননি। এদিন এই নাম ঘোষণা অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারী সভাধিপতি দেবু টুডু, মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম-সহ একাধিক জেলা পরিষদের সদস্য ও কর্মাধ্যক্ষরাও। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস, বিধায়ক নবীন বাগ, বিধায়ক নেপাল ঘড়ুই প্রমুখরা।