বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “এলাকার ট্যাপ কলগুলিতে দীর্ঘদিন ধরে জল নেই কেন?” -এই প্রশ্ন তুলে পৌরসভার চেয়ারম্যানের বাড়ির অদূরে পড়লো পোস্টার। সাথে পোস্টার আকারে দেওয়া হলো জলের দাবিতে নাগরিকদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপির কপিও। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। মঙ্গলবার সকালে বর্ধমান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে এই পোস্টার দেখা যায়। ওই ওয়ার্ডেরই কাউন্সিলর পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার। তাঁর বাড়ির উল্টোদিকে এবং কিছুটা দূরে একটি পাঁচিলে কে বা কারা ওই পোস্টার লাগিয়ে দিয়েছে। এলাকাবাসীর নাম করে দেওয়া পোস্টারে লেখা আছে ‘এলাকার ট্যাপ কলগুলিতে দীর্ঘদিন ধরে জল নেই কেন? কাউন্সিলার ও চেয়ারম্যান জবাব দাও।’ স্বাভাবিকভাবেই এই পোস্টার নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি।