Breaking News

এলাকার ট্যাপ কলগুলিতে জল নেই কেন? জবাব চেয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের বাড়ির সামনে পোস্টার!

Why is there no water in taps in the area for a long time? Posters in front of Burdwan Municipality chairman's house asking for answers

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “এলাকার ট্যাপ কলগুলিতে দীর্ঘদিন ধরে জল নেই কেন?” -এই প্রশ্ন তুলে পৌরসভার চেয়ারম্যানের বাড়ির অদূরে পড়লো পোস্টার। সাথে পোস্টার আকারে দেওয়া হলো জলের দাবিতে নাগরিকদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপির কপিও। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বর্ধমান শহরে। মঙ্গলবার সকালে বর্ধমান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে এই পোস্টার দেখা যায়। ওই ওয়ার্ডেরই কাউন্সিলর পুরপ্রধান পরেশ চন্দ্র সরকার। তাঁর বাড়ির উল্টোদিকে এবং কিছুটা দূরে একটি পাঁচিলে কে বা কারা ওই পোস্টার লাগিয়ে দিয়েছে। এলাকাবাসীর নাম করে দেওয়া পোস্টারে লেখা আছে ‘এলাকার ট্যাপ কলগুলিতে দীর্ঘদিন ধরে জল নেই কেন? কাউন্সিলার ও চেয়ারম্যান জবাব দাও।’ স্বাভাবিকভাবেই এই পোস্টার নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। Why is there no water in taps in the area for a long time? Posters in front of Burdwan Municipality chairman's house asking for answers
প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য গৌরব সমাদ্দার বলেন, পৌরসভার চেয়ারম্যান এখন উৎসব নিয়ে ব্যস্ত। তাঁর এলাকায় মানুষ জল পাচ্ছেন না। এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। সিপিআই(এম)-এর পূর্ব বর্ধমান জেলা সম্পাদকমণ্ডলী সদস্য অপূর্ব চ্যাটার্জি বলেন, শুধু ওই ওয়ার্ড কেন? অনেক জায়গাতেই একই অবস্থা। তাছাড়া রাস্তা খারাপ। সব পরিষেবাই চরম খারাপ। এই বিষয় নিয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের জবাব, এই প্রচার সত্যের ধারেকাছেও নেই। সিপিআই(এম) এই অপপ্রচার করছে। আমার বাড়ির রাস্তায় তিনটি বাড়িতে জলের কানেকশন নেই। বাকি সবার নিজস্ব পাম্প আছে। তবে তিনি স্বীকার করেন, কিছু টেকনিক্যাল কারণে এলাকায় জলের গতি অনেক কম। তিনি আশ্বাস দেন, আম্রুত প্রকল্পের কাজ চলছে। ছত্রিশ হাজার কানেকশন হয়ে গেছে। বাকিরাও পাবেন। খুব তাড়াতাড়ি এই কাজ হয়ে যাবে। প্রকল্প শেষ হলে আগামী ৫০ বছর শহরে আর জলের অভাব থাকবে না।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *