বর্ধমান, ১৫ মার্চঃ- জটিলতা কাটাতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সরকারি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও প্রশিক্ষণ দেবার সিদ্ধান্ত নিল বর্ধমান জেলা প্রশাসন। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বর্ধমানের জেলাশাসক ওঙ্কারসিং মীনা জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি না জানলে অসুবিধা হতে পারে সকলেরই তাই একদিকে যেমন সরকারি আধিকারিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তেমনি বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদেরও এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জানানোর জন্য ২ দিন ব্যাপী একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন জেলাশাসক জানিয়েছেন, আগামী ২০ মার্চ থেকে এই প্রশিক্ষণ শিবির করা হবে সমস্ত ব্লকে ব্লকে। সংশ্লিষ্ট ব্লকের সরকারি প্রতিনিধিদের পাশাপাশি ওই ব্লকের রাজনৈতিক দলগুলির কাছেও প্রতিনিধি পাঠানোর জন্য বলা হবে। শুধু এটাই নয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও যাতে কোনও ভুল ভ্রান্তি না ঘটে তাই সংবাদ মাধ্যমকেও সমস্ত খুঁটিনাটি বিষয় জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, শুক্রবারই আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে চুড়ান্ত সংরক্ষণ তালিকা এবং ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে। যদিও এদিন জেলাশাসক জানিয়েছেন, আগামী ২০ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে ইতিমধ্যেই এই সংরক্ষণ সংক্রান্ত চূড়ান্ত তালিকা প্রতিটি ব্লকে ব্লকে পাঠানো হয়েছে। এদিন জেলাশাসক জানিয়েছেন, বর্ধমান জেলায় মোট ৩১ টি পঞ্চায়েত সমিতির ৭৭৯ টি আসনে, ২৭৭ টি গ্রাম পঞ্চায়েতের ৪০৬৫ টি এলাকায় ৪০৬৭ টি আসনে এবং ৭৫ টি জেলা পরিষদ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে গ্রাম পঞ্চায়েতে ১৯৬৩ টি আসন, পঞ্চায়েত সমিতিতে ৩৮২ টি আসন এবং জেলা পরিষদে ৩৭ টি আসন। তপশীলি জাতির জন্য সংরক্ষিত করা হয়েছে গ্রাম পঞ্চায়েতে ১২৯৮ টি আসন, পঞ্চায়েত সমিতিতে ২৫৭ টি আসন এবং জেলা পরিষদে ২৫ টি আসন। তপশীলি উপজাতির জন্য সংরক্ষিত করা হয়েছে গ্রাম পঞ্চায়েতে ২৯৩ টি আসন, পঞ্চায়েত সমিতিতে ৬১ টি আসন এবং জেলা পরিষদে ৬ টি আসন। অনগ্রসর সম্প্রদায়ের জন্য সংরক্ষিত করা হয়েছে গ্রাম পঞ্চায়েতে ৩৩৬ টি আসন, পঞ্চায়েত সমিতিতে ৬১ টি আসন এবং জেলা পরিষদে ৬ টি আসন। জেলাশাসক এদিন জানিয়েছেন, আসন্ন অষ্টম পঞ্চায়েত নির্বাচনে বর্ধমান জেলায় মোট ভোটার রয়েছেন ৩৬,৮১,০২৬ জন। মোট ৪৭৮১ টি ভোট কেন্দ্রে এবং ১৩ টি সহ ভোট কেন্দ্রে তাঁরা ভোট দেবেন। উল্লেখ্য, আগামী অষ্টম পঞ্চায়েত গঠনে বর্ধমান জেলায় ৯২ জন তপশীলি জাতি, ২১ জন তপশীলি উপজাতি , ২৫ জন অনগ্রসর সম্প্রদায়, ১৩৮ টি মহিলা প্রধান; ৪৩ জন তপশীলি জাতি, ২১ জন তপশীলি উপজাতি , ৩৫ জন মহিলা উপ-প্রধান; ১০ জন তপশীলি জাতি, ২ জন তপশীলি উপজাতি , ৩ জন অনগ্রসর সম্প্রদায়, ১৫ জন মহিলা সভাপতি এবং ৬ জন তপশীলি জাতি, ২ জন তপশীলি উপজাতি ,৪ জন মহিলা সহকারী সভাপতি নির্বাচিত হতে চলেছে। জেলাশাসক এদিন জানিয়েছেন, ইতিমধ্যেই জেলাস্তরে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য এ আর ও -দের নিয়ে ৭ দিন ধরে প্রশিক্ষণ শিবির করা হয়েছে। বর্ধমান জেলায় কতগুলি বুথকে উত্তেজনাপ্রবণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে সে প্রসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, মনোনয়ন পত্র জমা দেবার সময়ই এই বিষয়ে চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে। উল্লেখ্য, ইতিমধ্যেই বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি-র আসনটি এস টি হিসাবে সংরক্ষিত করা হয়েছে। সহকারী সভাধিপতি-র আসনটি অসংরক্ষিত থাকছে।
Tags 8th Panchayat General Election 2013 Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Delimitation Delimitation & Reservation of Seats Burdwan in Connection with 8th Panchayat General Election 2013 & Block wise total Voters Election General Election Panchayat Panchayat General Election Prodhans Reservation Sabhadhipati Sabhapati Saha Sabhapati Seats Upa Prodhans Voters Z.P. Zilla Parishad ZP
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …