Breaking News

আমাদের সম্পর্কে

২০১৩ সালে পথচলা শুরু করেছিল ‘বর্ধমান জেলার খবর’। শুধুমাত্র বর্ধমান জেলার খবরকে কেন্দ্র করে বাংলা ভাষায় প্রথম ওয়েব পোর্টাল সম্ভবত আমরাই চালু করি। কিন্তু বছর না ঘুরতেই
নানান কারণে সেটা আর চালু রাখা সম্ভব হয়নি। নতুনভাবে আবার জেলার খবরকে নিয়ে আমরা ওয়েব পোর্টালটি চালু করার উদ্যোগ নিয়েছি। তবে ইতিমধ্যেই ২০১৭ সালে ‘বর্ধমান’ জেলা ভেঙে দুটি জেলা তৈরী হয়েছে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে পূর্ব বর্ধমান জেলার খবর নিয়েই চলবে এই নিউজ পোর্টাল। দেশ, বিদেশ এবং রাজ্যের কিছু বড় খবরও দেওয়ার চেষ্টা করা হবে। তবে দেশ-বিদেশ-রাজ্যের সব খবর দিয়ে জেলা কেন্দ্রিক নিউজ পোর্টালের বৈশিষ্ট্য নষ্ট করার ইচ্ছে আমাদের নেই। দেশ-বিদেশ অথবা এই রাজ্যের অন্য জেলায় ঘটে যাওয়া যেখবরের সাথে পূর্ব বর্ধমানের যোগ রয়েছে অথবা খুব বড় মাপের খবরই দেওয়ার চেষ্টা করা হবে। লক্ষ্য থাকবে পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবরই যাতে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। খবরের পাশাপাশি থাকবে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন তথ্য। যা বাংলা ভাষায় পূর্ব বর্ধমান জেলার ‘অনলাইন গাইডবুক’ হিসাবে কাজ করবে।
এখনই আমরা সম্পূর্ণ পরিষেবা চালু করতে পারছিনা। সময়ের সাথেসাথে পরিষেবাগুলি একেএকে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পোর্টালটি আরও আকর্ষণীয় এবং উপযোগী করে তুলতে আপনাদের কোনও পরামর্শ থাকলে সেটাও আমাদের জানান। কোনও খবর জানাতে হলেও আমাদের সাথে যোগাযোগ করুন। কোনও তথ্য যুক্ত করার জন্য অথবা বিজ্ঞাপনের জন্যও আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন।
আপনারা সাথে থাকলে কিছুদিনের মধ্যেই পরিপূর্ণ আকারেই আমরা এই পরিষেবা চালু করতে পারব।

ধন্যবাদসহ
টিম ই পূর্ব বর্ধমান
টিম পূর্ব বর্ধমান জেলার খবর
Email :- purbabardhamandistrictnews@gmail.com
epurbabardhaman@gmail.com

[‘E Purba Bardhaman’ is a Bengali web portal with news and information about Purba Bardhaman district.]

 

[ এই নিউজ ওয়েব পোর্টালটি (অনলাইন নিউজ পোর্টাল) সরকারি কোনও মাধ্যমের সাথে কোনও ভাবেই যুক্ত নয়। ]