বর্ধমান, ১৬ জানুয়ারিঃ-গাঁজা সহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম চন্দন শেখ, মোচা শেখ, উত্তম দাস, লাল্টু শীল এবং অজয় সিং। জেলার মন্তেশ্বর, পূর্বস্থলী, ভাতার এবং বর্ধমান থানা এলাকায় ধৃতদের বাড়ি। মঙ্গলবার রাতে লাল্টুর বর্ধমান থানার বিজয়রাম ঘোষ পাড়ার বাড়িতে গাঁজা ভাগ বাটোয়ারা করার সময় পুলিশ তাদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে একটি নাইলনের ব্যাগে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতরা উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, আসাম, মণিপুর সহ বিভিন্ন জায়গা থেকে গাঁজা এনে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে বলে পুলিশ জানিয়েছে। বুধবার ধৃতদের বর্ধমানের নারকোটিক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে ধৃতেদের ৭ দিন পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারী অফিসার। বিশেষ আদালতের বিচারক অজয় গুপ্তা ধৃতদের ৩ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন।
অন্য একটি ঘটনায় বর্ধমান শহরের কালনা গেট এলাকায় স্টেট ব্যাঙ্কের এটিএম কাউন্টার ভেঙে লুটপাটের চেষ্টার ঘটনায় ধৃতেদের কাছ থেকে গাঁজা উদ্ধার করল পুলিশ। কয়েকদিন আগে মন্তেশ্বর থানা এলাকায় ডাকাত সন্দেহে ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। নদীয়ার কল্যাণী, হাঁসখালি, শান্তিপুর, হুগলীর চুঁচুড়া, বর্ধমান এবং পূর্বস্থলী থানা এলাকায় ধৃতদের বাড়ি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এটিএমে লুটপাটের চেষ্টার ঘটনায় তাদের জড়িত থাকার কথা জানতে পারে পুলিশ। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে এটিএমে লুটপাটের চেষ্টার মামলায় ৭ দিন পুলিশি হেপাজতে নেয় বর্ধমান থানা। পুলিশি হেপাজতে থাকা কালীন মঙ্গলবার ধৃতদের নিয়ে তল্লাশি চালিয়ে বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকা থেকে এক অভিযুক্তের বাড়ি থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এদিন নারকোটিক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হলে বিচারক ৩০ জানুয়ারি পর্যন্ত ধৃতেদের জেল হেপাজতে রাখার নির্দেশ দেন।