কাঁকসা, ১৭ ফেব্রুয়ারিঃ- রবিবার কাঁকসা থানার রঘুনাথপুর মাঠে অনুষ্ঠিত হল জঙ্গল মহল ক্রীড়া প্রতিযোগিতা। এদিন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক। এবারের প্রতিযোগিতায় কাঁকসা, গলসি, বুদবুদ এবং আউশগ্রামের ৫০০ -র বেশি আদিবাসী প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় ৩৩ টি ইভেন্ট ছিল। প্রতিযোগিতাটিকে ঘিরে জঙ্গলমহল এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে ৫ হাজারের বেশি দর্শক আদিবাসী ছেলে-মেয়েদের ক্রীড়া নৈপূন্য দেখতে মাঠে উপস্থিত ছিলেন। তীরন্দাজীতে যে বহু প্রতিভাবান ছেলে-মেয়ে জেলায় ছড়িয়েছিটিয়ে আছে এবং উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করলে ভবিষ্যতে তাদের অনেকেই দেশের সম্পদ হতে পারে তা এদিন বোঝা যায়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনই ৬০০ টি শাড়ি, ২০০ টি ধূতি প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয়। প্রথম পুরস্কার বাবদ একটি মহিলা ছাগল। দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি পাতি হাঁস এবং তৃতীয় পুরস্কার বাবদ একটি বড় সাইজের মুরগী তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা, হোমগার্ডের ডিজি আর জে এস নানোয়া, দুর্গাপুর পুর নিগমের মেয়র ইন কাউন্সিল প্রভাত চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, আদিবাসীদের মধ্যে যে বহু ভালো ক্রীড়া প্রতিভা লুকিয়ে আছে তা এদিন বোঝা গেল। লুকিয়ে থাকা প্রতিভাদের প্রচারের আলোয় আনতে এধরনের প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজন করা দরকার। এধরনের প্রতিযোগিতা আয়োজনের ফলে পুলিশের সঙ্গে এলাকার মানুষের জনসংযোগ বাড়বে।
Tags Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …