বর্ধমান, ২০ জানুয়ারিঃ- মেমারি-১ ব্লক আয়োজিত ব্লক কৃষি মেলাতে এসে এলাকার কৃষকদের প্রশ্নের মুখে পরলেন কৃষিমন্ত্রী মলয় ঘটক। আজ বর্ধমান জেলার মেমারির কালীমাতা হিমঘরে কৃষিমেলা ও কৃষি বিষয়ক আলোচনার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। উপস্থিত ছিলেন, মেমারির বিধায়ক আবুল হাসেম মন্ডল, প্রাক্তন কৃষি আধিকারিক ডঃ ধবলেশ্বর কোনার সহ বিশিষ্টজনেরা। মেমারি ২ ব্লক এলাকার চাষি পিন্টু মন্ডল অনুষ্ঠান মঞ্চেই কৃষিমন্ত্রীকে ধান বিক্রি করার পর ১ বছর হয়ে গেলেও টাকা না পাওয়ার কথা জানাতে গেলে অস্বস্তির মুখে পরেন মলয় ঘটক। মেমারি ২ ব্লকের কানপুর গ্রামের বাসিন্দা পিন্টু মণ্ডল জানান, ফেব্রুয়ারি ২০১২ -তে রসুলপুরের বাসকিনাথ রাইস মিলে ধান দেওয়ার পর আজও চেকের টাকা ভাঙাতে পেরেননি। তিনি ছাড়াও ঐ এলাকার অনেক চাষি চেকনিয়ে হয়রানির শিকার হচ্ছেন। বি ডি ও, এস ডি ও -কে লিখিত জানাবার পরও কোনও সমাধান হয়নি। কৃষি মেলায় এই পরিস্থিতির মুখে পরে কৃষিমন্ত্রী ব্যবস্থা গ্রহন করা হবে বলে কোনও রকমে সামাল দেন। যদিও চাষিদের মধ্যে ক্ষোভ রয়েছে যথেষ্ট।
Tags Krishi Mela Malay Ghatak Memari Minister of Agriculture Minister of Agriculture Malay Ghatak
Check Also
জাল ই-চালানে বালি পাচারের অভিযোগে ধৃত ট্রাক চালক
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জাল ই-চালানে বালি পাচারের অভিযোগে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে বর্ধমান …