বর্ধমান, ১৭ জানুয়ারিঃ- আজ বিকালে ভাতার গ্রামে এক ছাত্রী বাড়ি থেকে বাজার যাওয়ার পথে লড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। মৃতার নাম গৌরী সরকার। বয়স ১২ বছর। সে স্থানীয় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল। এদিন দুপুরে ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে গিয়ে আপ উপাসনা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক ওষুধ ব্যবসায়ীর। ব্যবসায়ীর নাম মাণিক নাথ (৪৫)। মাণিক বাবু জামালপুর থানা এলাকার ঝাঁপানডাঙ্গায় থাকতেন। ওষুধ কেনার জন্য বর্ধমান রেল স্টেশনে ট্রেন থেকে নেমে তিনি এক নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ ভাবে রেল লাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় কাটা পরেন। অন্য একটি ঘটনায় খন্ডঘোষ থানা এলাকার ঝেয়েইছলেবেড়া গ্রামের বাসিন্দা স্বপন রায় (৪০) আজ সকালে আমলা বাজারে সাইকেল নিয়ে আসার সময় পেছন থেকে বর্ধমান-আরামবাগ রুটের বাস তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
Tags Accident Road Road Accident Train Train Accident
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …