বর্ধমান, ১৭ ফেব্রুয়ারিঃ- বর্ধমান থানার মীর্জাপুর গ্রাম থেকে কলকাতার এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। রবিবার সকালে কলকাতার লেক এবং বর্ধমান থানার পুলিশ মীর্জাপুর গ্রামে একটি বাড়িতে হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে। তাকে ফুসলানোর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম ভাস্কর হালদার। দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে ধৃতের বাড়ি। উদ্ধার হওয়া নাবালিকার বাড়ি কলকাতার ঢাকুরিয়া স্টেশন রোড এলাকায়। সে কলকাতার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার হওয়া যুবক মেয়েটির বাড়িতে গাড়ি চালকের কাজ করত পুলিশ জানিয়েছে। কয়েকদিন আগে মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে মীর্জাপুর গ্রামে এক পরিচিতের বাড়িতে আত্মগোপন করে যুবকটি। মেয়েটির পরিবারের তরফে এবিষয়ে লেক থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ফুসলানোর ধারায় কেস রুজু করে লেক থানা। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, এদিন সকালে স্থানীয় থানার সাহায্য নিয়ে লেক থানার পুলিশ মীর্জাপুর গ্রামে হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করেছে। নাবালিকাকে ফুসলানোয় জড়িত যুবককেও পুলিশ গ্রেপ্তার করেছে। এদিনই দুজনকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেয় পুলিশ।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …