বর্ধমান, ০৫ জানুয়ারীঃ- আজ সকালে বেআইনি ভাবে গাছ কাটাকে কেন্দ্র করে বর্ধমান শহরের নীলপুরে উত্তেজনা ছড়ায়। গাছ যারা কাটাচ্ছিলেন এবং যারা প্রতিবাদ করেছেন সবাই তৃণমূল সমর্থক বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
গত ২ দিন ধরে নীলপুর এলাকার আমবাগানে রাস্তার ধারের একটি বহু প্রাচীন অশথ্ব গাছ কাটা শুরু করেছিল নীলপুরেরই বেশ কয়েকজন ব্যক্তি। তাঁরা তৃণমূল সমর্থক বলে জানান স্থানীয় বাসিন্দারা। গাছা কাটার খবর স্থানীয় এলাকাবাসী এবং ক্লাব সদস্যরা বর্ধমান জেলা তৃণমূল সভানেত্রী শংকরী দে –কে জানান। শংকরী দে খবর পেয়ে ঘটনাস্থলে সদলবলে এসে গাছ কাটতে বাঁধা দেন এবং থানায় জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছালে যারা গাছ কাটাচ্ছিলেন এবং যারা গাছ কাটছিলেন তারা সবাই পালিয়ে যান। পুলিশ গাছ কাটার কাজে ব্যবহৃত কুড়ুল এবং বেশ কয়েকটি সাইকেল ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করে। পরে পুলিশ ৩ জনকে এই ঘটনায় জড়িত থাকায় গ্রেফতার করে।