বর্ধমান, ২২ জুনঃ- বর্ধমান সংশোধনাগারে অনশনে বসলেন দলেরই পার্টি অফিসে হামলা চালানোয় অভিযুক্ত তৃণমূল নেতা সুজিত ঘোষ। শুক্রবার বিকাল থেকে তিনি অনশনে বসেন। তাঁর দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শনিবার সিজেএম আদালতে তাঁর অনশনের বিষয়ে রিপোর্ট পেশ করেন সংশোধনাগারের সুপার মিয়ামোদো গোয়াইম। এর পরই সিজেএমের নির্দেশে বিকালে সংশোধনাগারে যান ভারপ্রাপ্ত সিজেএম কেয়া মন্ডল। ভারপ্রাপ্ত সিজেএমের সঙ্গে আলোচনার পর অনশন ভাঙেন অভিযুক্ত তৃণমূল নেতা।
প্রসঙ্গতঃ শহরের বড়নীলপুরে দলীয় পার্টি অফিসে হামলা ও ভাঙচুর চালানো এবং মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগে ১৩ জুন বর্ধমান থানার পুলিশ সুজিত ও তাঁর ছয় সঙ্গীকে গ্রেপ্তার করে। তারপর থেকেই ধৃতরা জেলে রয়েছে।