১০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বর্ধমান পুলিশ লাইনে সরকারি সভা করতে আসবেন। চলছে প্রস্তুতি। প্রস্তুতি দেখতে মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক উজ্জ্বল প্রামাণিক, জেলা শাসক ওঙ্কার সিং মিনা, পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা এবং তৃণমূল নেতা অলোক দাস। এই সভাতেই বেশ কিছু সরকারি পরিসেবা প্রাপকের হাতে তাঁদের পরিসেবার সামগ্রী মুখ্যমন্ত্রী তুলে দেবেন।
Tags Burdwan cm mamata banerjee tmc West Bengal
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …