বর্ধমান, ৫ জানুয়ারিঃ-বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল বর্ধমান রেল স্টেশন। অতিরিক্ত কয়লা বোঝাই একটি মালগাড়ি অন্ডাল থেকে কোলাঘাট যাচ্ছিল। রাত ৭ টা ৫০ মিনিটে বর্ধমান রেল স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে গাড়িটি ঢুকতেই অতিরিক্ত বোঝাই করা কয়লা বর্ধমান-কাটোয়া রেল ওভারব্রিজ এবং রেলের বিদ্যুতের তারের সঙ্গে ঘষা লাগতে থাকে। কিছুমুহূর্তের মধ্যেই আগুণের গোলা সহ প্রচন্ড শব্দ করে বিস্ফোরণ হয় এবং বিদ্যুতের তার ছিড়ে পরে। মালগাড়ীটি দাড়িয়ে পরে। এই ঘটানার ফলে ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বর্ধমান রেল স্টেশন ম্যানেজার গোপালচন্দ্র চট্টোরাজ জানান, অতিরিক্ত পণ্যবোঝাই করার জন্যই এই দূর্ঘটনা ঘটেছে। বামদেব, আসানসোল লোকাল সহ কয়েকটি ট্রেন আটকে পরে। প্রায় ৩০ মিনিট পরে আটকে পরা ট্রেনগুলিকে অন্য লাইন দিয়ে পাশ করান হয়েছে। বিদ্যুতের তার জোড়ার কাজ চলছে। মালগাড়িটিকে অন্য ইঞ্জিন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে।