বর্ধমান, ৩০ জানুয়ারিঃ-আগামী উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি ঠিকভাবে নিতে না চাওয়ায় মায়ের বকুনির জেরে, অভিমানে আত্মঘাতী হল উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থী। মৃতের নাম ঋতু নন্দী (১৮)। বাড়ি মাধবডিহি থানার বাজেকামারপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরেই মৃত্যু হয় তার। মৃতের দাদা শিবাজী নন্দী জানিয়েছেন, পড়াশোনা নিয়ে বকাবকির জেরেই অভিমানে আত্মঘাতি হয় ঋতু।
Tags Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Madhabdihi Student Suicide
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …