কাটোয়া, ১৯ জুনঃ- দাদার মৃত্যুর ঘটনায় বদলা নিতে ৩০ হাজার টাকার সুপারি দিয়ে খুন করা হয়েছিল কাটোয়ার ব্যবসায়ীকে। গত ১ জুন কাটোয়ার ব্যবসায়ী রাজকুমার মণ্ডলকে গুলি করে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই খুনের পরই ঐ ব্যবসায়ীকে তৃণমূলের সমর্থক বলে দাবীও করেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবীতে তৃণমূল নেতৃত্ব রীতিমত চাপও সৃষ্টি করেন পুলিশের উপর। আর এর পরেই তদন্তে নেমে পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। এরপর ধৃত ২ জনকে জেরা করে পুলিশ আরও ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হল আরও ৫ টি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং ১৫ টি বোমা। একই সঙ্গে বেড়িয়ে এল এই খুনের ঘটনায় কিছু তথ্যও। জেলা পুলিশ সুপার এদিন জানিয়েছেন, এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত ধৃত কুমার সেখ স্বীকার করেছেন, গতবছর ১৫ নভেম্বর তার দাদা রহিম সেখ খুন হন। ঐ খুনের ঘটনায় রাজকুমার মন্ডল জড়িত ছিল। আর দাদার এই খুনের ঘটনায় বদলা নিতেই এরপর ছক কষেন রহিম সেখের ভাই কুমার সেখ। তদন্তে উঠে এসেছে কাটোয়ার পিঁয়াজ ব্যবসায়ী রাজকুমার মন্ডল একদা কট্টর সিপিএম সমর্থক ছিলেন। সম্প্রতি তিনি সিপিএম ছেড়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। এদিকে রাজ কুমার মণ্ডলকে খুনের জন্য কুমার সেখ নিয়োগ করেন পেশাদার খুনীর একটি গ্যাঙকে। ৩০ হাজার টাকায় রফা হয়। আর ছক অনুযায়ীই গত ১ জুন গুলি করে খুন করা হয় রাজকুমার মণ্ডলকে।
Tags Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Murder
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …