Breaking News

ন্যায্য মূল্যে ধান বিক্রয় প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন জেলা শাসক

District Level Monitoring Committee review Paddy procurement বর্ধমান, ১৬ জানুয়ারিঃ-ন্যায্য মূল্যে ধান বিক্রয় প্রকল্পের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন বর্ধমানের জেলা শাসক। এদিন ধান ক্রয় সংক্রান্ত ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি -র রিভিউ মিটিং হয়। জেলা শাসক সহ এই কাজের সাথে যুক্ত বিভিন্ন সংস্থা, মিল মালিক প্রতিনিধি, এবং জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এই মিটিং -এ উপস্থিত ছিলেন। মিটিং শেষে জেলা শাসক ওঙ্কার সিং মিনা জানান, জেলার ৩১ টা ব্লকে ৭০ টি ধান বিক্রয় কেন্দ্র কাজ করছে। ২০ জানুয়ারির মধ্যে এই সংখ্যা বেড়ে দাড়াবে ৮০ টি। পাশাপাশি ৩০০ টিরও বেশি রাইস মিল লেভির ধান ক্রয় করছে। এখন পর্যন্ত চাষিদের কাছ থেকে ১.৪০ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছে। জেলার গোডাউনে ২৭০০০ মেট্রিক টন চাল জমা পড়েছে।

জেলা শাসক জানান, গত বছরের থেকে এবার ধান ক্রয় প্রক্রিয়া আরও উন্নত হয়েছে। চাষীদের মাস্টার রোল ঠিকমত মেন্টেন হচ্ছে, বিক্রয় কেন্দ্রে ধান বিক্রির সাথেসাথেই চাষিকে অ্যাকাউন্ট পেই চেক দিয়ে দেওয়া হচ্ছে। এখনও ৫০ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন গোডাউন খালি আছে। সংগৃহীত চাল রাখার কোনও সDistrict Level Monitoring Committee review Paddy procurement .মস্যাও হবে না।

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *