Breaking News

পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় আই সি ডি এস কর্মী নিয়োগে তৎপরতা শুরু হ’ল

বর্ধমান, ৩ ফেব্রুয়ারিঃ- আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমের কায়দাতেই অঙ্গনওয়াড়ি শিক্ষিকা এবং সহায়িকা নিয়োগের প্রস্তুতি শুরু হয়ে গেল বর্ধমান জেলা জুড়ে। শনিবার বর্ধমানে এই বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক, বিধায়ক উজ্জ্বল প্রামাণিক সহ জেলার সমস্ত সিডিপিও এবং নব নির্বাচিত ব্লক চেয়ারম্যানরা। জানা গেছে, শনিবার ওই বৈঠকেই বর্ধমান জেলার মোট ৩৯ জন ব্লক চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়েছে। জানা গেছে, আসানসোলে মোট ১৫০৬ টি সেন্টারে বর্তমানে কর্মী সংখ্যা ১৩৪৩ জন। শূন্য পদ রয়েছে ১৬৩ টি। এখানেই সহায়িকা পদে রয়েছেন ১৩৭৪ জন এবং শূন্য পদ রয়েছে ১৩২ টি। একইভাবে দুর্গাপুর-ফরিদপুরে মোট সেন্টার ১৪৩৮ টি, বর্তমান কর্মী সংখ্যা ১৪৩৪ জন এবং শূন্য পদ রয়েছে ৪ টি। সহায়িকা পদে বর্তমানে রয়েছেন ১৩২২ জন এবং শূন্য পদ রয়েছে ১১৬ টি। বর্ধমান উত্তর মহকুমায় মোট ১৭৬৮ টি সেন্টারে কর্মী রয়েছেন ১৭৩২ জন। শূন্য পদ রয়েছে ৩৬ টি। সহায়িকা পদে রয়েছেন ১৪৮৭ জন। শূন্য পদ রয়েছে ২৮১ টি। কালনা মহকুমায় ১৪৯০ টি সেন্টারে বর্তমান কর্মী রয়েছেন ১৪৫৭ জন, ৩৩ টি পদ শূন্য, সহায়িকা পদে রয়েছেন ১২০৪ জন, শূন্য পদ রয়েছে ২৮৬ টি। বর্ধমান দক্ষিণ মহকুমায় ১৮৬৭ টি সেন্টারে বর্তমানে কর্মী সংখ্যা রয়েছে ১৮৩৬ জন, শূন্য পদ ৩৩ টি। সহায়িকা পদে বর্তমানে রয়েছেন ১৮৪৮ জন, শূন্য পদ রয়েছে ১৯ টি। কাটোয়া মহকুমায় মোট ১২০৯ টি সেন্টারে কর্মী সংখ্যা বর্তমানে ১১৮৫ জন। ২৪ টি শূন্য পদ রয়েছে। সহায়িকা পদে রয়েছেন ১১৯০ জন এবং শূন্য পদ রয়েছে ১৯ টি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গোটা জেলায় মোট ৯২৭১ টি সেন্টারে মোট বর্তমান কর্মী সংখ্যা ৮৯৮৭ জন। মোট শূন্য পদ ২৯১ টি। পাশাপাশি ৮৪২৫ জন সহায়িকা বর্তমানে কর্মরত থাকলেও সহায়িকা পদ শূন্য রয়েছে ৮৫৩ টি। জানা গেছে, শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মার্চ মাসের মধ্যে সমস্ত শূন্য পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এজন্য প্রতিটি ব্লক পিছু একজন করে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। ওই চেয়ারম্যানদের তত্ত্বাবধানেই সংস্লিষ্ট আই সি ডি এস সেন্টারে এই কর্মী নিয়োগ করা হবে। জানা গেছে, এই নিয়োগের জন্য সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। তারই ভিত্তিতে আবেদন গ্রহণ করে নির্বাচিত করা হবে প্রার্থীদের। এদিকে, আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই এই সমস্ত পদে কর্মী নিয়োগের খবর প্রকাশিত হতেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। শাসক দলের ক্ষমতায় থাকার সুবাদে সমস্ত ব্লক ভিত্তিক চেয়ারম্যান হিসাবে যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁরা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের নেতা বলে পরিচিত। স্বাভাবিক ভাবেই সিপিএমের মতই ওই সমস্ত পদে তৃণমূল কংগ্রেসের সমর্থকদেরই নেওয়া হবে বলে মনে করছেন রাজনৈতিক অভিজ্ঞমহল।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *