বর্ধমান, ২০ জানুয়ারিঃ- বর্ধমান আদালতে দীর্ঘদিন ধরে জমে থাকা মোটর ভেহিকেলস আইন লঙ্ঘন সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তির জন্য রবিবার মেগা লোক আদালতের আয়োজন করা হয়। এদিন চারটি আদালতে ৩১০ টি মামলার শুনানি হওয়ার কথা ছিল। নোটিশ পাঠানো সত্ত্বেও ১৮০ টি মামলার শুনানি হয়। জেলা পুলিশের অধীন বর্ধমান, রায়না, আউশগ্রাম, খন্ডঘোষ, মাধবডিহি, জামালপুর, মেমারি, কাঁকসা, গলসি থানা এবং বর্ধমান ও পানাগড় ট্রাফিক পুলিশের দায়ের করা মামলা গুলির শুনানি হয়। ১০১ টি মামলার নিষ্পত্তি এদিন হয়। শুধু বর্ধমান নয়, বাইরের জেলার ২৮ জন এদিনের লোক আদালতের শুনানিতে হাজির হন। জরিমানা বাবদ ৪৪ হাজার ১৫০ টাকা আদায় হয়েছে। লোক আদালতে লাইসেন্স এবং বীমা ছাড়া গাড়ি চালানো, দূষন নিয়ন্ত্রনের শংসাপত্র না থাকা, ট্রাফিক বিধি লঙ্ঘন করা, বিপজ্জনক ভাবে গাড়ি চালানো প্রভৃতি ধারায় রুজু হওয়া মামলাগুলির শুনানি হয়। এর আগে জেলা পুলিশের তরফে তিনটি লোক আদালতের আয়োজন করা হয়। এদিন বর্ধমানের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক চৈতালি চট্টোপাধ্যায়, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বনানি চক্রবর্তী, চতুর্থ জেলা ও দায়রা বিচারক আশিস কুমার সেনাপতি এবং তৃতীয় ফাস্টট্র্যাক কোর্টের বিচারক জ্যোতির্ময় চন্দ্র লোক আদালতে বিচারক ছিলেন। পুলিশ সুপার সহ জেলা পুলিশের কর্তারা আদালতে উপস্থিত ছিলেন। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মীর্জা বলেন, জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তিতে লোক আদালতের আয়োজন করা হচ্ছে। এতে ব্যাপক সাফল্য মিলছে। এপর্যন্ত কয়েক’শ মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে লোক আদালতের মাধ্যমে। ভবিষ্যতেও লোক আদালত বসানো হবে।
Tags Adalat Additional District and Sessions Judge Additional District Judge ADJ Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Burdwan Additional District and Sessions Judge Burdwan District Court Burdwan Sadar Court Court District Court Lok Adalat Mega Lok Adalat police
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …