বর্ধমান, ০১ জানুয়ারীঃ- কৃষি বিভাগে গ্রুপ ডি কর্মী নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিল বর্ধমানে। মঙ্গলবার কিছু বেকার যুবক এই নিয়োগ নিয়ে জেলা শাসকের অফিসে লিখিত অভিযোগও করেন। পিন্টু রজক দাস, অরিজিৎ গাঙ্গুলি, বুবিন বসু সহ একাধিক যুবক অভিযোগ করেছেন যে তাঁরা দেখেন কৃষি বিভাগের উপ কৃষি অধিকর্তার বর্ধমান রেঞ্জের অফিসে কিছু ছেলেকে বেআইনি ভাবে ফর্ম ফিল আপ করিয়ে নিয়োগ করছেন উপ অধিকর্তা শ্যামল দত্ত। বিনা প্রতিযোগিতা এবং বিনা পরীক্ষার মাধ্যমে একই দিনে আবেদন পত্র জমা নেওয়া ও নিয়োগ পত্র দেওয়া হচ্ছে। তাঁরাও আবেদন পত্র চাইলে, তাঁদের জানান হয় এগ্রিকালচার সেক্রেটারী এবং কৃষী মন্ত্রী আসানসোল সাব ডিভিশনের যে ২৫ জনের নাম পাঠিয়েছেন শুধুমাত্র তাঁদেরই নিয়োগ করা যাবে।
উপ কৃষি অধিকর্তা শ্যামল দত্ত এবিষয়ে জানান, ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ। কোনো রকম অস্বচ্ছতা নেই এই নিয়োগে। চাকরী প্রার্থীদের সাথে এক বছরের চুক্তি হবে এবং প্রতি মাসে ৬৬০০ টাকা করে পাবেন প্রত্যেক কর্মী।
কৃষী মন্ত্রী মলয় ঘটক বলেন, গোটা রাজ্য জুড়ে এধরনের ৩০০০ নিয়োগ হচ্ছে। সম্পূর্ণ স্বচ্ছতা রেখেই নিয়োগ হচ্ছে। প্রার্থী বাছাই করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে।