Breaking News

বিদেশি আগ্নেয়াস্ত্র সহ ধৃত জামালপুর এক্সপ্রেসের ২ যাত্রী।

বর্ধমান, ২০ জানুয়ারিঃ- ফের জামালপুর এক্সপ্রেস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। রবিবার ভোরে বিদেশে তৈরি পিস্তল সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জি আর পি। হাওড়া জি আর পি –র সাদা পোশাকের টিম এবং বর্ধমান জি আর পি এদিন যৌথ অভিযানDown Jamalpur Express theke Burdwan Railway Station-er চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দু’জনকে ধরে ফেলে। ভোর সাড়ে ৪ টে নাগাদ ডাউন জামালপুর এক্সপ্রেস বর্ধমান স্টেশনে থামলে সাধারন বগি থেকে দুই যুবক নামে। তাদের হাতে দু’টি থলি ছিল। রেলপুলিশকে দেখে দুই যুবক পালানোর চেষ্টা করে। তাড়া করে তাদের ধরে ফেলে জি আর পি। ধৃতদের নাম মনোজ রাম এবং রণজিৎ কুমার। বিহারের লক্ষ্মীসরাইয়ের আভাপুর থানার মাহাগ্রামে ধৃতদের বাড়ি। ধৃতদের কাছ থেকে দু’টি ৭.৬৫ এম এম পিস্তল, দু’টি খালি ম্যাগাজিন, ১০ রাউন্ড কারতুজ, ১০ হাজার ৫০০ টাকা, দু’টি রেলের টিকিট, মোবাইল প্রভৃতি বাজেয়াপ্ত হয়েছে বলে রেলপুলিশের দাবি। পিস্তল দু’টি জার্মানি এবং ইতালির তৈরি। ধৃতরা অস্ত্র কারবারে জড়িত বলে রেলপুলিশের অনুমান। এদিনই ধৃতদের সিজেএম আদালতে পেশ করা হয়। আরও অস্ত্রের হদিশ পেতে এবং গ্যাংয়ের বাকিদের ধরতে ধৃতদের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানান তদন্তকারী অফিসার। ভারপ্রাপ্ত সিজেএম মধুসূদন পাল ধৃতেদের ৫ দিন পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন।

বছর খানেকের মধ্যে জামালপুর এক্সপ্রেস থেকে বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। অস্ত্র কারবারে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে রেলপুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেপাজতেও নেওয়া হয়েছে। কিন্তু, তারপর তদন্ত একচুলও এগোয়নি। নতুন করে কেউ গ্রেপ্তার হয়নি। অস্ত্র উদ্ধারও হয়নি। ফলে, জি আর পি –র তদন্ত প্রশ্ন চিহ্নের মুখে পড়ে। হামেশাই জামালপুর এক্সপ্রেস থেকে অস্ত্র উদ্ধার হওয়া নিয়ে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ত্র উদ্ধার হওয়ার প্রতিটি ঘটনাতেই আগ্নেয়াস্ত্র জামালপুর থেকে বর্ধমানে আসার পর অস্ত্র বহনকারীরা ধরা পড়ল। ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের নজর এড়িয়ে কীভাবে অস্ত্রকারবারিরা ট্রেনে আসতে পারল তা নিয়েও যাত্রীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

 

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *