বর্ধমান, ১৮ জানুয়ারিঃ- মন্তেশ্বর থানা এলাকার শ্যামনবগ্রামের মাঠে গরু চরাতে গিয়ে বোমা উদ্ধার হল। শ্যামনগরের বাসিন্দা প্রসেনজিৎ রায় আজ মাঠে গরু চরাতে যান। একটি গরু মাঠের এক পাশে পরে থাকা খড় মুখে করে টান দিতেই প্রসেনজিৎ রায় একটি টিন দেখতে পান। টিনের ভিতের বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ১১ টি বোমা উদ্ধার করে নিষ্ক্রয় করে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …