Breaking News

মেমারিতে পুলিশ বন্ধ করল অ্যাস্পেন গ্রুপ অফ কোম্পানির অফিস, গ্রেপ্তার ম্যানেজার

Memari Police last night sealed the office of Aspen Group (Cheat Fund) at Memari Branch Office. police seized pass books, Debentures, 1 computer, Rupees Two Lakh Ten  Thousands etc.   বর্ধমান, ২৩ এপ্রিলঃ- মেমারিতে একটি চিট ফান্ডের অফিসে হানা দিয়ে বন্ধ করে দিল পুলিশ।  সোমবার সন্ধ্যায় মেমারি থানার পুলিশ অ্যাস্পেন গ্রুপ অফ কোম্পানি (অ্যাস্পেন প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড) নামে ওই চিট ফান্ডের অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু পাশ বই, ডিভেঞ্চার, একটি কম্পিউটার এবং ২ লক্ষ ১০ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে। অফিসটিকেও সিল করে দিয়েছে পুলিশ। সংস্থাটির ট্রেড লাইসেন্সও বাজেয়াপ্ত করা হয়েছে। চা প্যাকেজিং এবং মার্কেটিং –এর জন্য ট্রেড লাইসেন্স নিয়ে পরিবহণের ব্যাবসা চালাত সংস্থাটি।

পুলিশ জানিয়েছে,  রবিবার অমল পাল নামে এক আমানতকারী সংস্থাটির মেমারি শাখার ম্যানেজারের কাছে জমা রাখা টাকা ফেরত চান। কিন্তু, ম্যানেজার টাকা ফেরত না দেওয়ায় বচসা বাঁধে। পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে  পৌছায়।   আমানতকারীদের টাকা ফেরত না দেওয়ায় সংস্থাটির মেমারি শাখার ম্যানেজার জয়ন্ত দাসকে পুলিশ গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে ধৃতকে ৫ দিন পুলিশি হেপাজতে নেওয়া হয়। ধৃতের জবানবন্দীর ভিত্তিতে সংস্থাটির অফিসে তল্লাশি চালায় পুলিশ।

Aspen Projects India @ Memari Branch One Manager of Aspen Projects India limited namely Jayanta Das has been arrested by Memari Police on Saturday night for misappropriating depositors money  Amal Pal lodged a complaints at Memari Police Station last night about the swindling of depositors money by the Manager & Director of the Saradha Group. Arrested  were produced at Burdwan CJM Court on Sunday and remanded to 5 days Police Custody. Memari Police last night sealed the office of Aspen Group (Cheat Fund) at Memari Branch Office. police seized pass books, Debentures, 1 computer, Rupees Two Lakh Ten  Thousands etc.

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *