বর্ধমান, ২০ মার্চঃ- চলতি মার্চ মাসের পর রাজ্যের প্রায় ১০০০ এডিশনাল ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার এবং এডিশনাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে। ফলে নতুন করে তাঁরা বেকার হতে চলেছেন। ইতিমধ্যে নতুন করে তাঁদের এই চুক্তিভিত্তিক কাজে পুর্ননিয়োগ করা সম্ভব নয় বলেও রাজ্য সর্বশিক্ষা মিশন থেকে বুধবারই জানিয়ে দেওয়ায় রীতিমত অসহায় অবস্থার মধ্যে পড়লেন ওই ইঞ্জিনিয়াররা। বুধবার তরুণ বিশ্বাস, সৌমেন মুখোপাধ্যায়, সৌরভ ঘোষ, সৌভিক মল্লিক প্রমুখরা জানিয়েছেন, ২০১২ সালে তাঁদের চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। সেই সময়ই বলা হয়েছিল ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত মাসিক ১৬ হাজার ৭৬ টাকার বেতনে তাঁরা কাজ করবেন। উল্লেখ্য, বর্ধমান জেলায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের ৫৯ টি সার্কেলে তথা চক্র সম্পদ কেন্দ্রে এই সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়োজিত করা হয়। বর্ধমান জেলায় গত বছর ১০ সেপ্টেম্বর এই ধরণের ২৮ জন কাজে যোগদান করেন। এরপর তাঁদের ১৫ দিনের একটি প্রশিক্ষণও হয়। তরুণ বাবুরা এদিন জানিয়েছেন, বিভিন্ন ব্লক স্তরে প্রাইমারী, আপার-প্রাইমারী, এস এস কে, এম এস কে, এম এস ডি পি সহ বি. ডি. ও. অফিসের বিভিন্ন নির্মাণ কাজে ইঞ্জিনিয়ার হিসাবে তাঁরা কাজ করছেন। তাঁরা জানিয়েছেন, প্রতিটি ব্লকস্তরে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যাঁরা রয়েছেন তাঁদের মাথা পিছু এক থেকে দেড় কোটি টাকার কাজ দেখতে হয়। কিন্তু, তরুণ বাবুদের মত ইঞ্জিনিয়ারদের দেখতে হয় প্রায় ৫ কোটি টাকার কাজ। ফলে কাজ হারানোর পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন তাঁদের অনুপস্থিতি সরকারী কাজগুলির অবস্থাও সংকটজনক হয়ে যাবে। জানা গেছে, ২০১২-২০১৩ বর্ষে প্রায় ২০১ কোটি টাকা বরাদ্দ হয় সর্বশিক্ষা খাতে। বর্তমানে বিভিন্ন ব্লকে ওই টাকার কাজ চলছে। এদিন তরুণ বিশ্বাস, সৌমেন মুখোপাধ্যায় প্রমুখরা জানিয়েছেন, তাঁরা ভেবেছিলেন পুনরায় তাঁদের চাকরির মেয়াদ রিনিউ বা পুর্ননবীকরণ করা হবে। কিন্তু, তা না হবেনা জানতে পারায় আগামীকাল জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর কাছে আবেদন জানাবেন। এব্যাপারে বর্ধমান জেলা সর্বশিক্ষার প্রকল্পাধিকারিক রাজ্য দপ্তরে এই সমস্ত ইঞ্জিনিয়ারদের মেয়াদ বাড়ানোর জন্য আবেদনও করেছিলেন। যদিও এই বিষয়ে এদিন প্রকল্পাধিকারিক বর্ষারানী ঘোষ কোনও মন্তব্য করতে চাননি। অন্যদিকে, এদিনই স্টেট প্রোজেক্ট ডিরেক্টর ছোটেন ধেনদুপ লামা মেমো নং- ৪৭ (২০) /PBSSM /CW/২০১৩, তারিখ – ২০.০৩.২০১৩ এক নির্দেশিকায় সাফ জানিয়েছেন, ওই সমস্ত ইঞ্জিনিয়ারদের পুর্ননিয়োগ করা আর সম্ভব নয়। তাঁদের কাজের মেয়াদ শেষ হবে ৩১ মার্চেই। এদিকে, ফের বেকার হয়ে পড়ায় আতংকগ্রস্ত হয়ে পড়েছেন বর্ধমান জেলার ২৮ জন ইঞ্জিনিয়ার সহ গোটা রাজ্যের প্রায় ১০০০ ইঞ্জিনিয়ার।
Tags Additional Additional Assistant Engineer Additional Field Junior Engineer Additional Field Junior Engineer & Additional Assistant Engineer Assistant Engineer Engineer Field Junior Engineer Junior Engineer Paschim Banga Sarva Shiksha Mission Sarva Siksha Sarva Siksha Mission SSM WBSSM West Bengal Sarva Shiksha Mission
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …