বর্ধমান, ২৯ জানুয়ারিঃ- পৃথক ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মারা গেলেন ৩ জন মহিলা। পুলিশ সূত্রে জানা গেছে, ভাতার থানার নবাবনগরের বাসিন্দা ছায়া বিশ্বাস (৩০) গত ২৩ জানুয়ারি রান্না করার সময় স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যেয় তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, গলসি থানার সারুল গ্রামের বাসিন্দা কৃষ্ণা ঘটক (৩৫) গত ২০ জানুয়ারি একইভাবে স্টোভ ফেটে অগ্নিদগ্ধ হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পর সোমবার দুপুরে তিনি মারা যান। এরই পাশাপাশি মুর্শিদাবাদের গফরপুর বরজ এলাকার বাসিন্দা ডলি বিবি (২৫) স্টোভে দুধ গরম করতে গিয়ে অগ্নিদগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার রাত্রে তাঁর মৃত্যু হয়।
Tags Accident Barddhaman Bardhaman Bhatar Blast Bôrdhoman Burdwan fire Galsi Golsi Murshidabad Mursidabad Stove Stove Blast Woman Woman Died Woman Died in Stove Blast
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …