ভাতার (পূর্ব বর্ধমান) :- আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতের নাম জিয়ারুল শেখ ওরফে টুকাই। ভাতার থানার বামশোর গ্রামে তার বাড়ি। আগ্নেয়াস্ত্র মজুত করে রাখার বিষয়ে খবর পেয়ে শনিবার ভোররাতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিস। পুলিসের দাবি, তার ঘর থেকে ম্যাগাজিন সহ একটি পিস্তল উদ্ধার হয়েছে। ম্যাগাজিনে ৩ রাউন্ড গুলি ছিল। অপরাধমূলক কাজের উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলে পুলিসের অনুমান। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে এবং উৎসের বিষয়ে জানতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ৫ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …