Breaking News

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় পূর্ব বর্ধমান জেলার মৃত ১ জন, আহত ১ জন

1 dead, 1 injured in Purba Bardhaman district in Kanchanjunga Express accident

গুসকরা (পূর্ব বর্ধমান) :- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা এক গৃহবধূ। মৃতের নাম বিউটি বেগম সেখ (৪৩)। তাঁর স্বামী হাসমত শেখ শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিন মাস সেখানেই ছিলেন গুসকরা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদা এলাকার বাসিন্দা বিউটি বেগম সেখ। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে গুসকরায় ফিরছিলেন। কিন্তু দুর্ঘটনায় কাড়ল তার প্রাণ। দুর্ঘটনার পর হাসপাতালে স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেন স্বামী হাসমত শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা শহরের ইটাচাঁদার বাসিন্দা হাসমত শেখের এক ছেলে ও এক মেয়ে। ছেলে কেরলে কাজ করেন। মেয়ে সুনয়নী খাতুনের বিয়ের পর বিউটি খাতুন সেখ তাঁর স্বামীর কাছে গিয়েছিলেন। হাসমত শিলিগুড়িতে ঘরভাড়া করে থাকেন। সেখানেই থাকতেন বিউটি বেগম সেখ। 1 dead, 1 injured in Purba Bardhaman district in Kanchanjunga Express accident মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিউটি বেগম সেখের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল। ট্রেনটি এদিন না থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চেপেছিলেন বিউটি। দুর্ঘটনার খবর পেয়ে হাসমত সেখ স্ত্রীর মোবাইলে ফোন করেন। ফোনে না পেয়ে দুপুর নাগাদ শিলিগুড়ি হাসপাতালে পৌঁছে স্ত্রীর দেহটি দেখতে পেয়ে শনাক্ত করেন। ময়নাতদন্তের পর মৃতদেহ শিলিগুড়ি থেকে গুসকরায় নিয়ে আসা হচ্ছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন, এদিন চেয়ারম্যান ও আউশগ্রামের বিডিও দুর্ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা তুলে দেন। জেলাশাসক জানিয়েছেন, এই ঘটনায় পূর্ব বর্ধমান জেলার ১ জন আহতও হয়েছেন। আহতের নাম রাজকুমার বটব্যাল।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *