Breaking News

বর্ধমানে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার আরও ১

An active Trinamool activist was brutally murdered in Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের শ্রীপল্লী এলাকায় তৃণমূলকর্মীকে খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম প্রসেনজিৎ দাম। বাড়ি বড়নীলপুর দিঘীরপাড় এলাকায়। ধৃতকে বৃহস্পতিবার বর্ধমান আদালতে তোলা হয়। এর আগেই মূল অভিযুক্ত শংকর ঘোষকে গ্রেপ্তার করে ১০ দিনের পুলিশি হেফাজতে নেয় বর্ধমান থানার পুলিশ। গত শনিবার গভীররাতে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বর্ধমানের ইছলাবাদের বাসিন্দা শুভাশীষ মহন্ত ওরফে কার্তিক (৪৮) নামে এক তৃণমূলকর্মীকে শ্রীপল্লী এলাকায় খুন করার অভিযোগ উঠে। মৃতের মা মন্দিরা মহন্তের তরফে বর্ধমান থানায় লিখিত অভিযোগ করে জানানো হয়, শনিবার গভীর রাতে বর্ধমান শহরের ১০ নং ওয়ার্ডের বাসিন্দা শুভাশীষ মহন্ত ওরফে কার্তিক শ্রীপল্লী এলাকায় একটি হোটেল থেকে খাবার নিয়ে বাড়ি ফিরছিল। সেই সময় শংকর ঘোষ নামে এক ব্যক্তি শুভাশীষ মহন্তকে মারধর করে এবং ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শুভাশীষকে মৃত ঘোষণা করেন। সক্রিয় তৃণমূলকর্মী হিসাবে শুভাশীষ মহন্ত এলাকায় নানান ধরনের অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করতো। শঙ্করের সাথে এর আগেও একবার ঝামেলা হয়েছিল। তার জেরেই এই খুন করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে ইতোমধ্যেই বর্ধমান থানার পুলিশ শংকর ঘোষকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেয়। তারপরই শংকর ঘোষকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রসেনজিৎ দামকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *