Breaking News

বর্ধমানে মেডিকেল কলেজ হাসপাতালে দালালরাজ, হাতেনাতে ধরা পড়ল ‘দালাল’

One person was arrested for allegedly being involved in the illegal trade of government medicine.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ফের সক্রিয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র। ১০০ টাকার বিনিময়ে ঘুরপথে সরকারী হাসপাতাল থেকেই করিয়ে দেওয়া হচ্ছিলো ইউএসজি। ঘুরপথে টাকার বিনিময়ে ইউএসজি করিয়ে দেওয়ার অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল নাসির খান। তাতেই মেলে সাফল্য। হাতেনাতে টাকা নেওয়ার সময় অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ ও রোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমানের রাইপুর কাশিয়াড়া এলাকার বাসিন্দা তুলা ধাড়া তাঁর ১১ বছর বয়সী মেয়েকে অসহ্য পেটে যন্ত্রনা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। শিশুবিভাগে টিকিট করানোর পর তিনি তাঁর মেয়েকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাঁকে ইউএসজি করানোর পরামর্শ দেন এবং হাসপাতালেরই কাগজে তা লিখে দিয়ে ৬ নম্বর ঘরে যেতে বলেন। সেখানে কাগজপত্র নিয়ে যাওয়ার পর তুলাদেবীকে আগামী ১৭ জানুয়ারী ইউএসজি করার তারিখ দেওয়া হয়। কিন্তু মেয়ের অসহ্য পেটে যন্ত্রনার কথা বলে তাড়াতাড়ি ইউএসজি করিয়ে দেওয়ার অনুরোধ করলেও ফল মেলেনি। কি করবেন বুঝতে না মেরে তিনি যখন দিশাহারা, সেই সময় এক ব্যক্তি তাঁর কাছে আসেন এবং আজই ইউএসজি করিয়ে দেওয়া হবে বলে বিনিময়ে টাকা চান। এরপরই তুলা ধাড়া বিষয়টি হাসপাতালের পুলিশ ক্যাম্পে জানান। তাঁর কাছ থেকে এই অভিযোগ পেয়ে আব্দুল নাসির খান তুলাদেবীকে ১০০ টাকার নোটে বিশেষ চিহ্ন দিয়ে ওই দালালকে দেবার পরামর্শ দেন। অন্যদিকে, পুলিশ কর্মীদের গোপনে তাঁকে অনুসরণ করার নির্দেশ দেন। আর যথারীতি তুলাদেবী পুলিশের কথামত সেই দালালের হাতে টাকা দিতেই হাতেনাতে তাকে পাকড়াও করেন পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম মল্লিক। তার বাড়ি গলসী থানার পুরশা গ্রামে। বর্ধমান হাসপাতালের সুপার তাপস কুমার ঘোষ জানান, এইরকম একটা অভিযোগ এসেছিলো। তার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নিয়েছে। এর বাইরেও একটি অন্তর্বর্তী তদন্ত কমিটি গঠন করে এর সাথে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হবে। এছাড়াও দালালচক্র নির্মূল করতে হাসপাতালের পক্ষ থেকে ধারাবাহিক প্রচার ও রোগীর পরিজনদের সচেতন করার কাজ তো চলছেই।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *