Breaking News

বর্ধমানের আকাশে ১৫ আগস্ট উড়বে ১০৬৬ স্কয়ার ফুটের ভারতের জাতীয় পতাকা

1066 square feet Indian national flag will fly in the sky of Burdwan on August 15

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রেকর্ড সৃষ্টি হতে চলেছে বর্ধমান শহরে। বৃহস্পতিবার বর্ধমানের হৃৎপিণ্ড কার্জনগেট এলাকায় উড়তে চলেছে ১০৬৬ স্কয়ার ফুটের জাতীয় পতাকা। পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব, স্টার্ট-আপ ফাউন্ডেশন এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে তৈরি হয়েছে এই বিশালাকার জাতীয় পতাকা। পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সদস্য সন্দীপন সরকার জানিয়েছেন, দক্ষিণ দামোদরের পোলেমপুর পশ্চিমপাড়ার বাসিন্দা এবং পেশায় দর্জি সুশান্ত পাল গত কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে এই পতাকা তৈরি করেছেন। সন্দীপনবাবু জানিয়েছেন, এতবড় পতাকা তৈরি এবং তা উত্তোলনের ক্ষেত্রে নতুন রেকর্ড সৃষ্টি হতে চলেছে। যদিও খোদ সুশান্তবাবু জানিয়েছেন, কাজের চাপে তিনি এই ইতিহাসের সাক্ষী হতে পারছেন না। এটা তাঁর খারাপ লাগলেও এতবড় জাতীয় পতাকা তৈরি করে তিনি গর্ব অনুভব করছেন।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *