বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার বর্ধমানের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হচ্ছে ১৫তম ভারত সংস্কৃতি উৎসব। ১৪ থেকে ১৮ ডিসেম্বর বর্ধমানে এই উৎসবের পর ২৩ থেকে ৩০ ডিসেম্বর কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়াম, অবনীন্দ্রনাথ গ্যালারি এবং আই.সি.সি.আর. হলে অনুষ্ঠিত হবে এই উৎসবের দ্বিতীয়াংশ। সব মিলিয়ে এই উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ১০টি দেশের সঙ্গে ভারতের ২১টি রাজ্যের মোট ৪৮৫৮ জন প্রতিযোগী। মঙ্গলবার বর্ধমান টাউন হলে উৎসব কমিটির পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে হিন্দুস্থান আর্ট এণ্ড মিউজিক সোসাইটির সম্পাদক তথা এই উৎসব কমিটির সাধারণ সম্পাদক পণ্ডিত প্রসেনজিত পোদ্দার জানিয়েছেন, করোনা আবহ কাটিয়ে এবছর বিভিন্ন রাজ্য এবং বিদেশের প্রতিযোগীরা অনুষ্ঠানে আসার আগ্রহ দেখিয়েছেন। আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই প্রভৃতি দেশ থেকে প্রতিযোগি শিল্পীরা আসছেন। বর্ধমানের এই উৎসব অনুষ্ঠিত হবে বর্ধমান টাউন হল এবং বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে। উল্লেখ্য, এবছর এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারক অনিল ভার্মা, উত্তরপ্রদেশের ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুকেশ পাণ্ডে, মধ্যপ্রদেশের রাজা মান সিং তোমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাহিত্য কুমার নাহার, মধ্যপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহানির্দেশক ড. বরুণ কাপুর, মধ্যপ্রদেশের সাহিত্য একাডেমির অধিকর্তা বিকাশ দাভে, গেইল ইণ্ডিয়া লিমিটেডের অধিকর্তা অশোক সাবরাবল, অন্ধ্রপ্রদেশ গ্যাস ডিষ্ট্রিবিউশন কর্পোরেশনের অধিকর্তা পঙ্কজ কুমার ভগত-সহ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা। প্রসেনজিতবাবু জানিয়েছেন, এবছর বর্ধমানের এই অনুষ্ঠানের শেষ দিনে জেলার বিশিষ্ট ব্যক্তিদের ভারত সংস্কৃতি সম্মান দেওয়া হবে। এছাড়াও ৫ দিনে থাকছে ১৩৫ ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির যুগ্ম কার্য্যকরী সভাপতি অরূপ দাস, উৎসব নির্দেশক শ্যামল দাস প্রমুখরা।
Tags Bharat Sanskriti Utsab Sanskriti Utsab
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …