Breaking News

পণ্য পরিবহণে পুলিশী জুলুমের প্রতিবাদে আন্দোলনের পথে ডেকরেটর ব্যবসায়ীরা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ডেকরেটর পেশাকে শিল্পের মর্যাদা দেওয়া, ডেকরেটর কর্মীদের বীমার অধীনে নিয়ে আসা, সমস্ত ডেকরেটরদের একটি মূল্য তালিকায় নিয়ে আসা, জিএসটি ও ওয়েবিল বাতিল করা, ডেকরেটরদের সহজ শর্তে ব্যাঙ্ক ঋণ প্রদান করা প্রভৃতি বেশ কয়েকটি দাবীকে সামনে রেখে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে চলেছে ডেকরেটর সমন্বয় সমিতি। একই সঙ্গে গোটা রাজ্য জুড়েই ডেকরেটরদের ওপর পণ্য পরিবহণের ক্ষেত্রে পুলিশী জুলুমের ঘটনায় নবান্নের দ্বারস্থও হতে চলেছেন ডেকরেটর সমন্বয় সমিতি। শনিবার থেকে বর্ধমানের টাউন হলে পূর্ব বর্ধমান জেলা ডেকরেটর সমন্বয় সমিতির প্রথম জেলা সম্মেলন শুরু হয়েছে। শনিবার এই সম্মেলন শুরুর আগে সংগঠনের রাজ্য কমিটির একটি প্রস্তুতি বৈঠকও অনুষ্ঠিত হয়। আগামী ২৫ ও ২৬ আগষ্ট নিউ দীঘায় এই সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। আর রাজ্য সম্মেলনে মূল আলোচ্য বিষয় হতে চলেছে এই ডেকরেটরদের পণ্য পরিবহণে এবং বিশেষত সামাজিক কাজে পণ্য পরিবহণের ক্ষেত্রে পুলিশী জুলুম বন্ধের দাবী। রবিবার বর্ধমানের এই জেলা সম্মেলনে সংগঠনের রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক গোপাল সরকার জানিয়েছেন,যখন তাঁরা সরকারী কোনো কাজে পণ্য পরিবহণ করছেন তখন পুলিশ তাঁদের কিছু বলছেন না। কিন্তু যখনই তাঁরা সামাজিক কাজে পণ্য পরিবহণ করছেন তখনই পুলিশ জুলুম চালাচ্ছে তাঁদের ওপর। এটা বন্ধের বিষয়ে তাঁরা নবান্নের দ্বারস্থ হতে চলেছেন। আগামী রাজ্য কমিটির বৈঠক থেকেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন পূর্ব বর্ধমান জেলা ডেকরেটর সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক তাপস অধিকারী জানিয়েছেন, এই দাবীগুলির পাশাপাশি ডেকরেটরদের অগ্নিনির্বাপণ লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আইনের সরলীকরণ এবং ঠিকাদারকে বাদ দিয়ে সরাসরি ডেকরেটরদের কাজের বরাত দেওয়ার দাবী নিয়েও এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, সরকারী যে কোনো কাজ এবং আপদকালীন জরুরী কাজের ক্ষেত্রে তাঁরা সবরকমের সহায়তা করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই তাঁরা সরকারের কাছে দাবী জানিয়ে আসছেন কোনো ঠিকাদারের মাধ্যমে নয়, সরকারী এই সমস্ত কাজে সরাসরি বরাত দেওয়া হোক ডেকরেটরদেরই। বর্ধমান টাউন হলে আয়োজিত এই সম্মেলনের উদ্বোধন করেন বর্ধমানের ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী নবব্রতনন্দজী। হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অরুণ সেনগুপ্তও।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *