ভাতার (পূর্ব বর্ধমান) :- ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার চালকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিস। ধৃতদের নাম সাবির শেখ ও মহব্বত শেখ। বর্ধমান থানার পালিতপুরে সাবিরের বাড়ি। দেওয়ানদিঘি থানার ভিটায় মহব্বতের বাড়ি। মঙ্গলবার ভোরে বর্ধমান-কাটোয়া রোডে গর্দানমারিতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাদের ধরা হয় বলে পুলিসের দাবি। ছিনতাইয়ে জড়িত থাকার কথা ধৃতরা কবুল করেছে বলে পুলিস জানিয়েছে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের শনাক্ত করার জন্য তাদের টিআই প্যারেড করার আবেদন জানান তদন্তকারী অফিসার চিরঞ্জীব ঘোষ। বৃহস্পতিবার বর্ধমানের দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধৃতদের টিআই প্যারেড করাবেন। ধৃতদের ১৯ আগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিস জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ভাতার থানার বলগনায় ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পে তেল দিয়ে ট্যাঙ্কার নিয়ে কাঁকসা থানার রাজবাঁধের দিকে যাচ্ছিলেন ভুয়াল যাদব। নর্জা মোড়ে বাঁকের মুখে দুই যুবক ট্যাঙ্কারের সামনে বাইক দাঁড় করায়। চালক ট্যাঙ্কারটি থামান। কিছু বুঝে ওঠার আগেই দুই যুবক ট্যাঙ্কারে চালকের কেবিনে উঠে পড়ে।ভয় দেখিয়ে তার কাছে থাকা মোবাইল ও ২ হাজার টাকা কেড়ে নেয় তারা। অল্প সময়ের মধ্যে অপারেশন সেরে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। অন্য গাড়ির আলোয় দুষ্কৃতিদের বাইকের নম্বর দেখে ফেলেন ট্যাঙ্কার চালক। ঘটনার বিষয়ে তিনি রবিবার পুলিসে অভিযোগ দায়ের করেন। ভাতার থানার এক অফিসার বলেন, টিআই প্যারেডের ফল দেখে ধৃতদের হেপাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেইসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে ।
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …