
জামালপুর (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বিকালে বজ্রাঘাতে মৃত্যু হল ২জনের। আহত হয়েছেন ২জন। পুলিশসূত্রে জানা গেছে, জামালপুর থানার উত্তর মোহনপুরে মাঠের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বঙ্কিম মন্ডল ও সুশান্ত মন্ডল আচমকা বজ্রাঘাতের শিকার হন। সম্পর্কে বঙ্কিম মণ্ডল শ্বশুর এবং সুশান্ত মণ্ডল জামাই। আশংকাজনক অবস্থায় দুজনকেই জামালপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানেই মৃত্যু হয় বঙ্কিম মন্ডলের (৩৫)। চিকিৎসাধীন সুশান্ত মন্ডল। অন্যদিকে জামালপুর থানারই বেতড়াগড়ে পুকুরে স্নান করার সময় ব্রজাঘাতের শিকার হন সুজন হেমব্রম ও সুব্রত মুদি। আশংকাজনক অবস্থায় তাদেরকেও নিয়ে আসা হয় জামালপুর স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেই মারা যান সুজন হেমব্রম (২৩)। সুব্রত মুদি চিকিৎসাধীন।