Breaking News

গরু চোর সন্দেহে গণপিটুনি, মৃত ২, তীব্র চাঞ্চল্য জামালপুরে

2 people died in mob thrashed on suspicion of cow theft

জামালপুর (পূর্ব বর্ধমান) :- গরুচোর সন্দেহে ২ ব্যক্তিকে দেওয়া হল গণপিটুনি। গুরুতর জখম অবস্থায় ওই ২ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন, চিকিৎসাধীন অবস্থায় অপর জনেরও মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুরের দক্ষিণ ময়না গ্রামে। মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি। আর গণপিটুনির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। গণপিটুনির এই খবর আসতেই রীতিমতো নড়েচড়ে বসেছে শাসকদলের নেতৃত্বরা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে জামালপুরের দক্ষিণ ময়না এলাকায় বেশ কয়েকবার একাধিক গরু ও মোষ চুরি যায় বলে অভিযোগ। শুক্রবার গভীর রাতে ভাঙাভাঙির শব্দে ঘুম ভেঙে যায় কয়েকজনের। তাঁরা দেখেন একটি গোয়াল ঘরের দরজার তালা ভেঙে কয়েকজন মোষ ও গরু বের করছে। এরপরই গ্রামবাসীরা দুস্কৃতিদের ধাওয়া করলে কয়েকজন তাদের সঙ্গে নিয়ে আসা ছোট হাতি গাড়িতে করে পালিয়ে যায়। দলছুট দু’জন স্থানীয় পুকুরে নেমে পড়ে। গ্রামবাসীরা পুকুর ঘিরে ফেলে। তাদের সেখান থেকে তুলে এনে শুরু হয় গণপিটুনি। ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জখম অবস্থায় ওই ২ ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মেমারী হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সঙ্গে সঙ্গেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অপর আর একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। অন্যদিকে, এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকার তৃণমূল নেতারা আসরে নেমেছেন। 2 people died in mob thrashed on suspicion of cow theft

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *