মেমারী (পূর্ব বর্ধমান) :- পিকনিক করতে এসে দামোদর নদের জলে তলিয়ে মৃত্যু হলো ২ যুবকের। রবিবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেমারী থানার পাল্লারোড সংলগ্ন এলাকার দামোদর নদের বাংলোঘাটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সাগর দাস (৩৩) ও শুভাশীষ দাস( ৩৩)। বাড়ি হুগলি জেলার চণ্ডিতলা থানার বেগমপুর এলাকায়। রবিবার সকালে হুগলীর বেগমপুর থেকে ২০-২২ জনের একটি দল পাল্লা এলাকায় পিকনিক করতে আসে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, মৃত যুবকরা দামোদরে স্নান করতে নেমেছিলেন। কোনো কারণে তাঁরা জলে তলিয়ে যায়। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর ও স্থানীয়দের সহযোগিতায় দুটি দেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেহ দুটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে আনুমানিক দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে। তিন ঘণ্টা পর ৬ টার সময় একজনকে উদ্ধার করা হয় এবং অপরজনকে উদ্ধার করা হয় সাড়ে ছটায়।
Tags Damodar Damodar River Picnic
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …