Breaking News

বর্ধমানে দামোদর নদের ওপর নতুন ‘শিল্প সেতু’ নির্মাণের জন্য বাজেটে ২৪৬ কোটি বরাদ্দের প্রস্তাব

246 crore proposed in the budget for the construction of a new 'Shilpa Setu' bridge over the Damodar river at Burdwan @ Krishak Setu

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বৃহস্পতিবার রাজ্য বাজেটে পূর্ব বর্ধমান জেলার দামোদর নদের ওপর কৃষক সেতুর সমান্তরাল নতুন একটি ‘শিল্প সেতু’ নির্মাণের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব রাখা হল। এই খবরে খুশি পূর্ব বর্ধমান ছাড়াও হুগলী, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া প্রভৃতি জেলার মানুষ। কারণ বর্ধমানে দামোদর নদের ওপর ‘কৃষক সেতু’-র মাধ্যমেই এই জেলাগুলির সঙ্গে যোগাযোগ রক্ষিত হয়। কিন্তু সাম্প্রতিককালে এই সেতুর ওপর চাপ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাওয়ায় সেতুর স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্নতা বেড়েছে। দফায় দফায় সেতুর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। একইসঙ্গে এই সেতুর ওপর চাপ কমাতে দীর্ঘদিন ধরেই আরও একটি সেতু নির্মাণের জন্য দাবি জোড়ালো হয়ে ওঠে। অবশেষে ২০২৩-২০২৪-এর রাজ্য বাজেটে এই নতুন সেতু যার নামকরণ করা হচ্ছে ‘শিল্প সেতু’-র জন্য ২৪৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। ৩ বছরের মধ্যে এই সেতুর কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম বছরেই ১০০ কোটি টাকা বরাদ্দ করার জন্য বাজেটে প্রস্তাব পেশ করা হয়েছে। রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তব্যে জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-আরামবাগ রাস্তায় (এস এইচ – ৭) ‘কৃষক সেতু’র সমান্তরাল দামোদর নদীর ওপর ‘শিল্প সেতু’ নামে একটি ৪ লেন বিশিষ্ট নতুন ৬৪০ মিটার দীর্ঘ সেতু স্থাপন হবে। এই নতুন সেতুটি স্থানীয় দ্রব্যের পরিবহণ এবং গণপরিবহণ-এ বিশেষ সুবিধা তৈরি করবে যার ফলে স্থানীয় মানুষ উপকৃত হবেন এবং এলাকার অর্থনীতি সুদৃঢ় হবে। এই প্রকল্পটি আগামী ৩ বছরে আনুমানিক ২৪৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে। আমি প্রকল্পটির প্রথম বছরের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়াও বাজেট বক্তব্যে জানানো হয়েছে, ২০২৩-২০২৪ অর্থবর্ষে পূর্ব বর্ধমান জেলায় ক্রেতা সুরক্ষা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। হস্তচালিত তাঁতের ক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় ৩৪.৩২ কোটি টাকার অনুমোদিত মেগা হ্যান্ডলুম ক্লাস্টার প্রকল্প গৃহীত হয়েছে যাতে ২০,০০০-এরও বেশি তাঁতশিল্পী এবং সংশ্লিষ্ট কর্মীরা যুক্ত আছেন।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *