Breaking News

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৫৬ কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা

24th Felicitation ceremony for brilliant student. Organized by All India Punjab National bank Officers' Association. Minister Ratna Ghosh Kar

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ২৪ বছর ধরে আর্থিকভাবে পিছিয়ে থাকা কৃতিছাত্রছাত্রীদের সম্মান জানানোর পাশাপাশি তাদের বৃত্তি দেবার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গেলেন রাজ্যের টেক্সটাইল দপ্তরের মন্ত্রী রত্না ঘোষ কর। শনিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অল ইণ্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে আসেন রত্নাদেবী। তিনি এদিন বলেন, রাজ্য সরকার সমাজের আর্থিকভাবে পিছিয়ে থাকাদের জন্য অনেক প্রকল্প নিয়েছেন। কিন্তু সামাজিক সার্বিক উন্নতি করতে গেলে কেবল সরকারই নয়, সকলকেই এগিয়ে আসতে হবে। 24th Felicitation ceremony for brilliant student. Organized by All India Punjab National bank Officers' Association. Minister Ratna Ghosh Kar এদিন এই অনুষ্ঠানে মোট ১৫৬জন কৃতিছাত্রছাত্রীকে সম্বর্ধনা এবং বৃত্তি প্রদান করা হয়। যাদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী ছাত্রছাত্রীরাও ছিল। অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া সহ সংগঠনের সভাপতি অশোক কুমার দে, সার্কেলে সেক্রেটারী আশীষ চক্রবর্তী, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা প্রমুখরাও। এদিন এই অনুষ্ঠান থেকে আসামের বন্যাকবলিত মানুষের সাহায্যার্থে ১০ হাজার টাকা এবং ওড়িশার ফণিতে ক্ষতিগ্রস্থদের জন্য ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

24th Felicitation ceremony for brilliant student. Organized by All India Punjab National bank Officers' Association. Minister Ratna Ghosh Kar

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *