বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। শনিবার জেলা পুলিশের “প্রত্যাবর্তন” প্রকল্পে পূর্ব বর্ধমান জেলা পুলিশের অধীনে হারিয়ে যাওয়া ৩৬ টি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। শনিবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় পুলিশ লাইনের “দিশারী” হলে আয়োজিত “প্রত্যাবর্তন” অনুষ্ঠানে মোবাইলগুলি তুলে দেন। উপস্থিত ছিলেন জেলার এসওজি সেলের ওসি দীপক সরকার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, এই পর্যায়ে ৮৮টি উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন প্রাথমিকভাবে ৩৬ টি মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হলো।
Tags lost mobile Mobile mobile phone phone
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …