কালনা (পূর্ব বর্ধমান) :- আগ্নেয়াস্ত্র-সহ ৪ জনকে গ্রেফতার করল নাদনঘাট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২ টি ওয়ান-শার্টার বন্দুক ও ৪ টি কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রবিবার তাদের কালনা আদালতে পেশ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নাদনঘাট থানার পুলিশ টহলরত অবস্থায় সুলুন্টু এলাকায় এসটিকেকে রোডে ৪ জন সন্দেহভাজনকে রাস্তায় ঘুরতে দেখেন এবং পুলিশের গাড়ি দেখামাত্র তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। তল্লাশিতে তাদের কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃত গৌর দাস ও তার ছেলে রাহুল দাসের বাড়ি নাকাশিপাড়া থানা এলাকার পশ্চিম জগদানন্দপুরে। অন্যদিকে, সুজয় মল্লিকের বাড়ি কালনা থানার তালবোনা এলাকায় এবং সুব্রত দাসের বাড়ি পূর্বস্থলী থানা এলাকার উখড়া সারাংপুর এলাকায়।
Tags Firearms
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …