বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল, ঘড়ি, সোনার আংটি প্রভৃতি কেড়ে নেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ আশিক, প্রিন্স সিং, দিলীপ রায় ও আকাশ মাহাত। দেওয়ানদিঘি থানার তালিতের দুলেপাড়ায় আকাশের বাড়ি। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়া, লক্ষ্মীপুরমাঠ ও মেহেদিবাগান এলাকায় বাকিদের বাড়ি। শুক্রবার ভোররাতে শহরের নার্স কোয়ার্টার এলাকা থেকে আশিককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে শহরেরই ভেড়িখানা মোড় থেকে বাকি তিনজনকে ধরা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে আশিককে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৫ জানুয়ারি ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ভাতারের বলগনাচটির বাসিন্দা শেখ হাসানূরজামান বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ গাড়ির অপেক্ষায় বর্ধমান-কাটোয়া রোডে বাজেপ্রতাপপুর মোড়ের কাছে দাঁড়িয়েছিলেন। ৩-৪ জন যুবক একটি চারচাকা গাড়িতে এসে তাঁর সামনে দাঁড়ায়। তাঁদের গাড়িতে করে হাসানূরজামানকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় তারা। তাদের প্রস্তাবে রাজি হয়ে গাড়িতে চেপে পড়েন তিনি। পালিতপুরে একটি কারখানার কাছে গাড়িটিকে দাঁড় করায় ওই যুবকরা। এরপর ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মোবাইল, স্মার্ট ওয়াচ, সোনার আংটি ও পেমেন্ট অ্যাপের মাধ্যমে ৪ হাজার ৮০০ টাকা নেয় তারা। এরপর প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে তাঁকে নামিয়ে দিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। এ ধরনের ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগে প্রায় একই ধরনের ঘটনার শিকার হন বর্ধমান থানার সাধনপুরের বাসিন্দা অরিন্দম ভট্ট। গত ৮ ডিসেম্বর রাত ৯টা নাগাদ বাবার বাইক নিয়ে দেওয়ানদিঘি মোড় থেকে বর্ধমানের দিকে আসছিলেন তিনি। ভোতারপাড় এলাকায় মুখে কাপড় বেঁধে আসা ৪ কিশোর ও ১ যুবক ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে মানি ব্যাগ, এটিএম কার্ড, মোবাইল, বাইক ও রুপোর আংটি কেড়ে নেয়।
Tags looting
Check Also
গত এক মাসে পূর্ব বর্ধমান জেলায় লাগাতার ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ফের পথে নামছেন আন্দোলনকারীরা
বিপুন ভট্টাচার্য, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- এক মাসের মধ্যে কেবলমাত্র পূর্ব বর্ধমান জেলাতেই একাধিক ধর্ষণ এবং …