বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে রীতিমতো হতাশ করল পূর্ব বর্ধমান জেলা। ১ থেকে ১০ এর মধ্যে মেধা তালিকায় জেলা থেকে একজন ষষ্ঠ এবং ৩ জন ১০ম স্থান অধিকার করলেও জেলার নামি স্কুলগুলিতে কোনো উল্লেখযোগ্য ফলাফল না হওয়ায় হতাশ ছাত্রছাত্রী থেকে অভিভাবক ও শিক্ষককুল। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেছে মেমারী ভি এম ইন্সটিটিউশন (ইউনিট-১)-এর ছাত্রী আফরীন মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৪৯১। এছাড়়াও কাটোয়ার মেঝিয়ারি এসসিএস হাইস্কুলের ছাত্রী অন্তরা শেঠ, পূর্বস্থলীর পারুলডাঙ্গা নসরৎপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রী ইন্দ্রাণী সেন এবং মন্তেশ্বর সাগরবালা হাইস্কুলের ছাত্র সোহম কোনার ৪৮৭ পেয়ে দশম স্থান অধিকার করেছে। অন্যদিকে, বর্ধমানের নামি স্কুল সিএমএস, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ ও মিউনিসিপ্যাল গার্লস, বর্ধমান টাউন স্কুল, বিদ্যার্থী স্কুল প্রভৃতি স্কুল থেকে এবারের উচ্চমাধ্যমিকে কোনো স্থানাধিকারী না থাকায় হতাশ হয়েছেন সকলেই। উল্লেখ্য, এবারের মেধা তালিকায় দশম স্থান পেয়েছে দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র সোহম মুখার্জ্জী। তার বাড়ি বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরের বিদ্যাসাগরপল্লী এলাকায়।
Tags Higher Secondary Higher Secondary Examination Higher Secondary Examination Result HS
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …