Breaking News

ব্যাঙ্ক বেসরকারীকরণের বিরুদ্ধে লড়তে এবার ভোটের ময়দানে নামছেন ব্যাঙ্ক কর্মীরা

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেন্দ্রীয় সরকার ২০০০ সাল থেকেই ব্যাঙ্ক বেসরকারীকরণের চেষ্টা করছে। কিন্তু অল ইণ্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের বাধায় কেন্দ্রীয় সরকার এই বিল সংসদে পেশ করতে পারেনি। কিন্তু তাঁরা নানাভাবে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ব্যবস্থাকে পঙ্গু করার পরিকল্পনা চালিয়েই যাচ্ছে। যার ফলশ্রুতিতে কর্মী সংকোচন, নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখা, বিভিন্ন ব্যাঙ্কে লিংক না থাকার মত ঘটনা ঘটছে। এরফলে গ্রাহকরা দুর্ভোগে পড়ছেন। পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তা ক্রমশই দীর্ঘ হচ্ছে। অথচ এই কেন্দ্রীয় সরকার ভোট ছাড়া কিছু বোঝে না। তাই এবার ভোট দিয়েই কেন্দ্রীয় সরকারের এই ব্যাঙ্ক বেসরকারীকরণের তীব্র প্রতিবাদ করতে তাঁরা পথে নেমেছেন। রবিবার বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া অফিসার্স এ্যাসোসিয়েশন কলকাতা সার্কেলের অধীন অ্যাডমিনিষ্ট্রেটিভ জোনাল কমিটি বর্ধমানের ৪২তম বার্ষিক সাধারণ সভার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বেঙ্গল সার্কেলের সাধারণ সম্পাদক শুভজ্যোতি চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন চীফ রিজিওনাল সেক্রেটারী প্রবীর সরখেলও। 42th Annual General Meeting of State Bank of India Officers' Association, Bengal Circle. At Sanskriti Lok Mancha in Burdwan. এদিন শুভজ্যোতিবাবু জানিয়েছেন, তাঁদের এই আন্দোলন ও দাবীর বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। কিন্তু তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, সরকার যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাঁরা প্রতিবাদ জানাবেন। তাই সামনের পঞ্চায়েত নির্বাচনই হোক অথবা যে কোনো নির্বাচনের সময় তাঁরা একেবারেই তৃণমূল স্তর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই ব্যাঙ্ক বেসরকারীকরণের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে প্রচার চালাবেন। তিনি এদিন বলেন, একদিকে কেন্দ্রীয় সরকার আজাদী কা অমৃত মহোত্সব পালন করছে। অথচ দেশের মানুষের আর্থিক স্বাধীনতা এসেছিল যে পথ ধরে সেই ব্যাঙ্ক জাতীয়করণের বিষয়টিকেই ধ্বংস করতে চাইছে সরকার। পরিকাঠামোই নেই অথচ ডিজিটাল ইণ্ডিয়া করার স্বপ্ন দেখানো হচ্ছে। তিনি জানিয়েছেন, বেঙ্গল সার্কেলের অধীন ৭টি জোনেই তাঁরা এই দাবীকে সামনে রেখেই সম্মেলন করেছেন। আগামী ২৮ জানুয়ারী কলকাতার নজরুল মঞ্চে তাঁরা বেঙ্গল সার্কেলের সম্মেলন করতে চলেছেন এই দাবীগুলিকে সামনে রেখেই। এরপর আগামী ১১ ফেব্রুয়ারী কলকাতার রাণী রাসমণি রোডে তাঁরা বৃহত্তর সভা করতে চলেছেন। সেই সভা থেকেই তাঁরা কেন্দ্র সরকারকে কড়া বার্তা দিতে চলেছেন। ওই সভায় কয়েকহাজার ব্যাঙ্ক কর্মীরা হাজির থাকবেন। তিনি জানিয়েছেন, সংসদে আসন্ন শীতকালীন বাজেট অধিবেশনের আগেই সরকারকে তাঁরা এই চরম বার্তা দিতে চলেছেন। অবিলম্বে সরকারকে ব্যাঙ্ক বেসরকারীকরণের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রত্যাহার করার দাবীতে তাঁরা তাঁদের এই লড়াইকে আরও জোরদার করতে চলেছেন। তিনি জানিয়েছেন, দেশের পুঁজিপতিদের স্বার্থসিদ্ধি করতে গিয়েই সরকার এই ভয়ানক সিদ্ধান্তকে কার্যকর করতে চাইছে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *