Breaking News

“অমৃত ভারত প্রকল্প”-এ বর্ধমান রেল স্টেশনের ৪৫ শতাংশ নির্মাণকাজ সম্পন্ন হয়েছে – রেল দপ্তর পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী মাইলফলক অর্জিত হলো বর্ধমান রেলওয়ে স্টেশনের প্রথম পর্বের রূপান্তরের সমাপ্তির মাধ্যমে

45 percent construction of massive transformation of Burdwan railway station under "Amrit Bharat Scheme" completed - Railway Department

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- “অমৃত ভারত প্রকল্প”-এর অধীনে বর্ধমান রেল স্টেশনের ব্যাপক রূপান্তরের প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে স্টেশনটি যাত্রী স্বাচ্ছন্দ্য ও আধুনিকতার একটি নতুন যুগে প্রবেশ করেছে। এই উল্লেখযোগ্য কর্মকাণ্ড কেবল স্টেশনের পরিকাঠামোকেই উন্নত করেনি, সেইসঙ্গে যাত্রী-ভ্রমণের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র হিসাবে এর মর্যাদাকে আরও সুদৃঢ় করবে।
প্রথম পর্যায়ে ১৭.৬১ কোটি টাকা বিনিয়োগে উন্নয়নের সফল বাস্তবায়নের ফলে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ২৪ শতাংশ অর্থায়নের ফলে ৪৫ শতাংশ নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। এই উল্লেখযোগ্য অগ্রগতির ফলে স্টেশনের পরিকাঠামোয় ব্যাপক উন্নতি সাধিত হয়েছে, যার মধ্যে রয়েছে নতুন স্টেশন ভবন নির্মাণ, প্ল্যাটফর্ম পুনঃনির্মাণ এবং যাত্রী চলাচলের এলাকা উন্নয়ন। এই পদক্ষেপের ফলে বর্ধমান রেলওয়ে স্টেশন একটি আধুনিক পরিবহণ কেন্দ্র হিসেবে আরও সফলভাবে গড়ে উঠেছে।

আমৃত ভারত প্রকল্পের অধীনে বর্ধমান রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ প্রথম পর্যায় সম্পূর্ণ হওয়ার ফলে, পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো উৎকর্ষের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই পর্যায়ে সম্পূর্ণ নতুন স্টেশন ভবন, প্ল্যাটফর্মগুলির ব্যাপক পুনর্নির্মাণ, যাত্রী চলাচল এলাকার উন্নয়ন এবং অভ্যন্তরীণ সুবিধাগুলি, যেমন ওয়েটিং হল, টিকিট কাউন্টার এবং শৌচাগারের উন্নয়ন করা হয়েছে। প্ল্যাটফর্মের এবং সম্মুখভাগের আলোকসজ্জা ব্যবস্থার আধুনিকীকরণ, উচ্চমানের টেকসই আসবাবপত্র সরবরাহ, আকর্ষণীয় রাস্তার আলোর খুঁটি স্থাপন এবং মান নির্দেশিত সাইনেজ বাস্তবায়নের জন্য যাত্রীদের আরাম ও সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে। এই উন্নয়নের পাশাপাশি, ১২ মিটার চওড়া একটি নতুন ফুট ওভার ব্রিজ যাত্রী চলাচলকে আরও সহজ করে তুলেছে এবং সঙ্গে স্টেশনের আধুনিকীকরণ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত করেছে।
রূপান্তরের এই পর্যায়টি ‘অমৃত ভারত প্রকল্প’ এর মূলনীতির প্রতিমূর্তি, যা আধুনিক সুবিধা এবং দীর্ঘমেয়াদি পরিবেশের সঙ্গে সুসংহত মেলবন্ধনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ের সমাপ্তি ভারতের পরিকাঠামো উন্নয়নে এবং নাগরিকদের জন্য বিশ্বমানের সুবিধা প্রদানের অঙ্গীকারকে তুলে ধরেছে। এটি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে ও জাতীয় সমৃদ্ধিতে অবদান রাখবে বলে আশা করা যায়।
পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেছেন, “বর্ধমান রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে যা যাত্রীদের জন্য পরিকাঠামো ও পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি উদাহরণ ও আমাদের অঙ্গীকারের জ্বলন্ত সাক্ষ্য হয়ে থাকবে। পরবর্তী ধাপগুলিতে স্টেশনের সুযোগ-সুবিধা আরও উন্নত করার লক্ষ্যে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
(রেল দপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি এখানে অপরিবর্তিত ভাবে প্রকাশ করা হলো)

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *