বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হুগলির গুড়াপে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মারা গেলেন একই পরিবারের ৩ জন-সহ মোট ৭ জন। মৃতদের মধ্যে ২ বছরের শিশুও রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পৌনে দশটা নাগাদ গুড়াপের কংসারীতলায় জাতীয় সড়কে গুড়াপ স্টেশনগামী একটি টোটো এবং ডাম্পারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তার ফলে টোটোতে থাকা এক শিশু-সহ ৭ জন গুরুতরভাবে জখম হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসক তৎক্ষণাৎ ৬ জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ১ জন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে,মৃতরা হলেন বিদ্যুৎ বেরা(২৯),তাঁর স্ত্রী প্রীতি বেরা (২২) এবং তাঁদের পুত্র বিহান বেরা (২)। বাড়ি হুগলি জেলার দাদপুর বক্রেশ্বর এলাকায়। মারা গিয়েছেন হুগলির ভাসতারা এলাকার আরও এক টোটো যাত্রী সৃজা ভট্টাচার্য (১৯)। হুগলির পান্ডুয়া এলাকার দম্পতি নূপুর দাস(৫০) এবং রামপ্রসাদ দাস (৬২)-এরও এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর ভাবে আহত হন টোটোচালক সৌমেন ঘোষও। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। চালক ও ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করেছে।
Tags Road Accident
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …