বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সকালে বর্ধমান স্টেশনের ডাউন চম্বল এক্সপ্রেসের জেনারেল বগি থেকে উদ্ধার হল ৯৮ টি কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বর্ধমানের বনদপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গেছে, এদিন সকালে রুটিন মাফিক এক্সপ্রেস ট্রেনগুলিকে চেকিং চলছিল। এদিন সকাল ৬ বেজে ১৩ মিনিট নাগাদ বর্ধমান স্টেশনের ৫ নং প্ল্যাটফর্মে আসা চম্বল এক্সপ্রেসের সাধারণ বগি চেকিং-এর সময় সিটের তলায় ৩ টি পিঠ ব্যাগ এবং ১ টি নাইলনের ব্যাগ তাঁরা দেখতে পান। ব্যাগের কোনো মালিক পাওয়া যায়নি। এরপর ব্যাগগুলিকে প্ল্যাটফর্মে নামিয়ে আনার পর সেখান থেকে জ্যান্ত ৯৮ টি কচ্ছপ উদ্ধার হয়।
Tags Chambal Express tortoise turtle turtle rescue turtles
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …