Breaking News

কেন্দুড় গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

A blood donation and eye examination camp was organized on the initiative of Kendur villagers

খন্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল কেন্দুড় গ্রামের বাসিন্দারা। আর এই রক্তদান শিবিরে মহিলাদের অংশ গ্রহণের বিষয়টি ছিল চোখে পড়ার মতো। শুক্রবার খন্ডঘোষের কেন্দুড় উচ্চবিদ্যালয়ে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। উপস্থিত ছিলেন বিদ্যুৎ মাজি, রাজকুমার সাহানা, উজ্জ্বল রায়, জ্যোৎস্নাব্রত হাজরা, দেবনারায়ন দাস, রাজকুমার লাই, সবিতাব্রত হাজরা, ষড়ানন সাহানা, মেঘনাদ রায় প্রমুখ। শিবির শুরুর আগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিদ্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। A blood donation and eye examination camp was organized on the initiative of Kendur villagers এদিন আয়োজিত শিবিরের অন্যতম উদ্যোক্তা বিদ্যুৎ মাজি ও জ্যোৎস্নাব্রত হাজরা (সাটু) জানিয়েছেন, আমরা বিভিন্ন সময়ে খবর পাই রক্তের সংকট রয়েছে। এই সংকট একা কারও পক্ষে মেটানো সম্ভব নয়। তবে সবাইকে এগিয়ে এসেই এর মোকাবিলা করতে হবে। সেই লক্ষ্যে তাঁদের কেন্দুড় গ্রামের বাসিন্দারাও এগিয়ে এসেছেন। তাঁদের গ্রামে প্রতি বছরই রক্তদান শিবির হয়ে থাকে। কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিন এবারই প্রথম এই শিবিরের আয়োজন করা হলো। কার্যত গ্রামবাসীদের উদ্যোগেই এই বিশেষ দিনে ১৫ তম রক্তদান শিবিরের উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জ্যোস্নাব্রত হাজরা। তিনি জানিয়েছেন, তাঁদের শিবিরে মহিলাদের রক্তদানের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। এদিন ৬৯ জন মহিলা এবং ৪১ জন পুরুষ মিলিয়ে মোট ১১০ রক্ত দান করেছেন। বিনামূল্যে চক্ষু পরীক্ষা করিয়েছেন ১৮৫ জন। A blood donation and eye examination camp was organized on the initiative of Kendur villagers দেবশ্রী রায় এদিন তাঁর উদ্বোধনী বক্তব্যে রক্তদানের প্রয়োজনীয়তার পাশাপাশি পশুপ্রেমের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন। দেবশ্রী রায় বলেন, রক্তদানের বিষয়ে গ্রামবাসীরা এগিয়ে এসেছেন, তিনি তাঁদের সাধুবাদ জানাচ্ছেন। পশুক্লেশ নিবারণের বিষয়ে তিনি বলেন, পশুদের উপর অত্যাচার অনেক কমেছে। তিনি অনেক সচেতনতার কাজ করেছেন। তবে এটা তাঁর একার কাজ নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। কিছু মানুষ পশুদের উপর অত্যাচার করে মানসিক শান্তি পায়। তাঁদেরকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, তাঁরা মানুষ নয়, মানুষ রূপে দানব। A blood donation and eye examination camp was organized on the initiative of Kendur villagers অন্যদিকে, সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের বাজার মন্দা প্রসঙ্গে দেবশ্রী রায় বলেন, বাংলা ছবি ভালো হলে দর্শকেরা মুখ ঘুরাবেন না। দীর্ঘ প্রায় ১ দশক পর ফের অভিনয়ে ফিরেছেন দেবশ্রী। আগামী ১৪ ফেব্রুয়ারি হইচই ওটিটিতে মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ ‘কেমিস্ট্রি মাসি’। আর এই ওয়বে সিরিজে কেমিস্ট্রি শিক্ষিকা হিসাবে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবশ্রী রায়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাঁর এই ওয়েব সিরিজ দেখার জন্যও আবেদন করে যান দেবশ্রী রায়। এছাড়াও দীর্ঘদিন পড়ে তিনি ফের মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটি সিনেমায় কাজ করতে চলছেন বলে জানিয়েছেন তিনি, শীঘ্রই শুরু হবে সেই সিনেমার শুটিং। A blood donation and eye examination camp was organized on the initiative of Kendur villagers

A blood donation and eye examination camp was organized on the initiative of Kendur villagers

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *