Breaking News

চাল না পাঠিয়ে ১১ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ, ধৃত ব্যবসায়ী

A businessman has been arrested by the police for embezzling 11 lakh rupees without sending rice.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- চাল না পাঠিয়ে ১১ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম বিশ্বনাথ গুপ্ত। বর্ধমান শহরের নতুনগঞ্জ এলাকায় তার আদি বাড়ি। বর্তমানে সে বিবেকানন্দ কলেজ মোড়ের একটি আবাসনে থাকে। সেখান থেকেই শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে শনিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে ধৃতকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতের ২ দিনের পুলিসি হেফাজত মঞ্জুর করেন সিজেএম।
পুলিস জানিয়েছে, পঞ্জাবের গুরুদাসপুর জেলার অমৃতসর রোড বটতলার বাসিন্দা সুনীল খোসলার চালের ব্যবসা রয়েছে। তাঁর সঙ্গে দিল্লির এক বাসিন্দার মাধ্যমে বিশ্বনাথের পরিচয় হয়। তাকে ২ ট্রাক চাল পাঠানোর জন্য বলেন সুনীল। চালের দাম ২০ লক্ষ ১৬ হাজার ৪৯৫ টাকা স্থির হয়। তিনি দু’দফায় ১১ লক্ষ ৯৬ হাজার টাকা তাকে পাঠান। কিন্তু, চাল পৌঁছায় নি। যদিও বিশ্বনাথ চাল পাঠানোর নথিপত্র তাঁকে দেখায়। চাল না পেয়ে শুক্রবার বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন সুনীল। তার ভিত্তিতে জাল নথিপত্র তৈরি করে প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারায় মামলা রুজু করেছে থানা।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *