বর্ধমান (পূর্ব বর্ধমান) :- প্রধানমন্ত্রী আবাস যোজনার অভিযোগের তদন্তে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় এলেন কেন্দ্রীয় ২ সদস্যের প্রতিনিধিদল। এদিন সকালে বর্ধমানে এসেই দুই প্রতিনিধি সরাসরি চলে যান সার্কিট হাউসে। বিকালে তাঁরা আসেন জেলাশাসকের চেম্বারে। দীর্ঘক্ষণ জেলাশাসকের সঙ্গে এবিষয়ে আলোচনা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার সকালে এই প্রতিনিধিরা গলসী এবং মেমারীর কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন। একইসঙ্গে দক্ষিণ দামোদরের খণ্ডঘোষের শাঁকারী গ্রাম পঞ্চায়েত এলাকাতেও তাঁদের যাবার সম্ভাবনা রয়েছে। যদিও এদিন কেন্দ্রীয় প্রতিনিধিদলের সদস্যরা কেউই এব্যাপারে মুখ খোলেননি। এদিকে, যখন বর্ধমানে কেন্দ্রীয় প্রতিনিধিদল আবাস যোজনার দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে এসেছেন সেই সময় সোমবারই মেমারীর গন্তার গ্রামে পঞ্চায়েতের চণ্ডীতলার বাসিন্দা রবি পান জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, তাঁর নাম বাংলা আবাস যোজনার তালিকায় এলেও তিনি ঘর পাবেন না বলে বিডিও অফিস থেকে তাঁদের জানিয়ে দেওয়া হয়েছে। রবি পান জানিয়েছেন, ২০১৯ সালে হঠাতই তাঁদের একাউণ্টে ৫০ হাজার টাকা ঢোকে। কিসের টাকা খোঁজ নিতে গেলে পঞ্চায়েত থেকে তাঁদের জানানো হয়, যেহেতু তাঁদের মাটির বাড়ি। তাই বাড়ির ছাউনির জন্য এই টাকা দেওয়া হয়েছে। রবি পান জানিয়েছেন, যথারীতি সেই টাকায় তাঁরা মাটির ঘরের মাথায় টিনের ছাউনি দেন। এদিকে, সম্প্রতি আবাস যোজনার তালিকায় তাঁদের নাম এসেছে। এব্যাপারে বিডিও অফিসে গেলে তাঁদের জানানো হয়েছে যেহেতু আগে তাঁরা একটি টাকা পেয়েছেন তাই আর তাঁরা আবাস যোজনার এই বাড়ি পাবেন না। রবি পান জানিয়েছেন, তাঁদের মাটির বাড়ি। তিনি দিনমজুরের কাজ করেন। তাঁর দুই মেয়ের মধ্যে বড় মেয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাঁর স্ত্রী প্রিয়াংকা পানও দিন মজুরের কাজ করেন। এমতবস্থায় তাঁদের নাম তালিকায় আসলেও কেন তাঁরা বাড়ি পাবেন না তা তাঁরা বুঝতে পারছেন না। অন্যদিকে, ২০১৯ সালে তাঁরা যে টাকা পেয়েছিলেন তখন তাদের বাড়ির টাকার কথা বলা হয়নি। বলা হয়েছিল বাড়ির ছাউনির জন্য ওই টাকা দেওয়া হয়েছে। এদিকে, এব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা সুজিত সিনহা জানিয়েছেন, ওই পরিবারটি দুঃস্থ। আবাস যোজনায় তাদের বাড়ি পাওয়া উচিত। কেন তারা পাবেন না তা জানতে চাওয়া হবে বিডিও অফিসে।
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …