বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের মধ্যে দিয়ে বাস চলাচলের দাবিতে এবং জলাশয় ভরাট রোখার দাবিতে বামপন্থী গণসংগঠনের উদ্যোগে আয়োজিত হলো নাগরিক কনভেনশন। রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাগৃহে আয়োজিত এই কনভেনশন পরিচালনার জন্য পূর্ব বর্ধমান জেলা বাস মালিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তুষার ঘোষ, বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রমিক সংগঠনের নেতৃত্ব মেহেবুব আলম, শিক্ষক স্বপন বিশ্বাস এবং শ্রমিক সংগঠনের নেতৃত্ব নজরুল ইসলামকে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়। কনভেনশনের প্রস্তাব উত্থাপন করেন বামপন্থী শ্রমিক আন্দোলনের নেতা তুষার মজুমদার। বক্তব্য রাখেন তুষার ঘোষ, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী রমেন্দ্র সুন্দর মন্ডল, ব্যবসায়ী সংগঠনের পক্ষে আমজাদ হোসেন, বাস মালিক অতনু ঘোষ, চন্দ্রশেখর মাঝি, মানু সামন্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল হক, শ্রমিক সংগঠনের পক্ষে দীপঙ্কর দে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সন্দীপ মন্ডল, ব্যবসায়ী অপূর্ব রায় প্রমুখ।
বর্ধমান শহরের ব্যবসায়ী-সহ জেলার একাংশের দীর্ঘদিনের দাবি বর্ধমান শহরের মধ্যে দিয়ে ক্রিস ক্রস পদ্ধতিতে বাস চালানো হোক। এর সাথেই সম্প্রতি বর্ধমান শহরের প্রায় ৩০০ বিঘার ‘শশাঙ্ক বিল’ ভরাট করে রিয়েল এস্টেট ব্যবসা করার অভিযোগ উঠেছে। এদিনের নাগরিক কনভেনশনে বর্ধমান শহর ও শহর সংলগ্ন অঞ্চলগুলির নাগরিকদের স্বার্থে সুষ্ঠু পরিবহণ নীতির দাবিতে ও বিল, জলাশয় ভরাটের প্রতিবাদে প্রস্তাব পাশ করা হয়। প্রস্তাবে জানানো হয়েছে, “বর্ধমান শহর ও শহর সংলগ্ন অঞ্চলগুলির নাগরিকদের স্বার্থে বর্ধমান শহরের ভিতর দিয়ে বাস চালাও-ব্যবসা বাঁচাও- মানুষের পরিবহণ খরচ কমাও এবং তিনকোনিয়াতে সিটি বাসস্ট্যান্ড চালু করো”। এর পাশাপাশি দাবি করা হয়েছে, শশাঙ্ক বিল-সহ সমস্ত জলাশয় ভরাট বন্ধ করতে হবে। কনভেনশন শেষে সভাপতিমণ্ডলীর পক্ষ থেকে নজরুল ইসলাম আগামী ১ মার্চ প্রশাসনের কাছে ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …